বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত (India) এবং ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মধ্যে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচ জিতে ১-০ ফলাফলে এগিয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ রয়েছে রোহিত শর্মাদের (Rohit Sharma) কাছে।
That's Stumps on Day 1 of the 2⃣nd #WIvIND Test!
Solid show with the bat from #TeamIndia 👍👍
8️⃣7️⃣* for @imVkohli
8️⃣0️⃣ for Captain @ImRo45
5️⃣7️⃣ for @ybj_19
3️⃣6️⃣* for @imjadejaWe will see you tomorrow for Day 2️⃣ action!
Scorecard ▶️ https://t.co/d6oETzoH1Z pic.twitter.com/FLV0UzsKOT
— BCCI (@BCCI) July 20, 2023
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। ভারতের জার্সি গায়ে এই ম্যাচে অভিষেক হয় বাংলার ফাস্ট বোলার মুকেশ কুমারের। টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন তিনি টসে জিতলে ব্যাটিংই করতেন।
আরও পড়ুন:- স্ত্রীকে ভুলে এই মার্কিন অভিনেত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন যুবরাজ সিং, দেখুন ছবি
টসে হেরে প্রথম ব্যাটিং করতে নেমে গত ম্যাচের মতোই শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের অনায়াসে খেলছিলেন ভারতের দুই ওপেনার। দুজনেই অর্ধশতরান করেন। গত ম্যাচে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেও এই ম্যাচে হাফ সেঞ্চুরি করার পরই আউট হয়ে গেলেন যশস্বী। জেসন হোল্ডারের বলে ৭৪ বলে ৫৭ রান করে আউট হয়ে যান যশস্বী।
আরও পড়ুন:- যুব এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স! ২০২৭ বিশ্বকাপে ভারতের প্রধান অস্ত্র হবেন এই ৩ ক্রিকেটার
যশস্বী আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাটিং করতে নামলেও মাত্র ১০ রান করেই আউট হয়ে যান শুভমান গিল। গত ম্যাচের মতো এই ম্যাচেও রান পেলেন না শুভমান গিল। ভালো শুরু করলেও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন রোহিত শর্মা, ৮০ করে আউট হয়ে যান রোহিত শর্মা।
3⃣0⃣th Test FIFTY for Virat Kohli 🙌 🙌
He also completes a half-century stand with @imjadeja 🤝#TeamIndia inching closer to 240.
Follow the match ▶️ https://t.co/d6oETzoH1Z#WIvIND pic.twitter.com/yG4z7I4epM
— BCCI (@BCCI) July 20, 2023
আগের ম্যাচের পর এই ম্যাচেও ফ্লপ হলেন অজিঙ্কা রাহানে, ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ১৮২ রানে চার উইকেট হারায় ভারত। সেখান থেকে ভারতের রান এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। ১০৬ রানের জুটি গড়ে বিরাট জাদেজা জুটি। প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে ২৮৮ রান তুলেছে ভারত। ৮৭ রান করে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা করেছেন ৩৬ রান।