আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup)। আজ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও নেপাল। এবার এশিয়া কাপ হাইব্রিড মডেল অনুষ্ঠিত হবে অর্থাৎ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবং কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ভারত তাদের সমস্ত ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ইতিমধ্যেই এশিয়া কাপ খেলতে শ্রীলংকা পৌঁছে গিয়েছে রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
এশিয়া কাপের পরই রয়েছে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। এই দুটি বড় টুর্নামেন্টের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপে ভারতীয় দলে রয়েছে তরুণ এবং অভিজ্ঞতার সংমিশ্রণ। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ভালো পারফরম্যান্স করলেও রোহিতের পারফরম্যান্স নিয়ে একেবারে খুশি নন প্রাক্তন বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান কৃষ্ণমাচারী শ্রীকান্ত।
বিগত কয়েক বছরে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার পারফরমেন্স একেবারেই ভালো নয়। অন্যান্য দলের বিরুদ্ধে রোহিত যেভাবে পারফরম্যান্স করে পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের পারফরম্যান্স দেখে হতাশ কৃষ্ণমাচারী শ্রীকান্ত।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত রোহিতকে নিয়ে বলেন, “নতুন বলে পাকিস্তানি বোলারদের সুইং আক্রমণের সামনে রোহিতের উইকেট নিমিত্তমাত্র। ভারতীয় দলের উচিত ঈশান কিষাণ এবং শুভমান গিলকে ওপেনে পাঠানো। ঈশান কিষাণ ওপেনার ব্যাটসম্যান হিসাবে সমস্ত রানই নিতে পারবেন।”
শ্রীকান্তের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন রোহিত শর্মার ভক্তরা। তারা ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৪০ রানের ইনিংস উদাহরণ স্বরূপ তুলে দাবি করেছেন রোহিত এই সমস্ত কথার জবাব দেবে আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপে।