এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ফলাফলে জিতে নিয়েছে ভারত। এই ম্যাচে বেশ কয়েকজন ভারতীয় ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাটিং করেছেন যার ফলে সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের।
🔹 Marnus Labuschagne, Joe Root close in on the summit
🔹 Prabath Jayasuriya surges into top 10Plenty of movement in the latest @MRFWorldwide ICC Men's Test Player Rankings 👉 https://t.co/xY5F3AVrCl pic.twitter.com/WSUBKeWCeu
— ICC (@ICC) July 26, 2023
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয় জার্সি গায়ে অভিষেক করেন তরুণ ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jayswal)। অভিষেক টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে আইসিসি টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রম তালিকায় জায়গা করে নিয়েছেন যশস্বী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে টেস্ট রাঙ্কিংয়ের ৭৪ নম্বরে জায়গা করে নিয়েছিলেন যশস্বী, দ্বিতীয় টেস্টের পর আরও উন্নতি হল তার। ৪৬৬ পয়েন্ট নিয়ে ১১ ধাপ উঠে ৬৩ নম্বরে রয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার।
আরও পড়ুন:- বিপাকে BCCI, বদলে যেতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচের দিনক্ষণ
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাফল্যের সুবাদে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ চলে এলেন রোহিত শর্মাও। ৭৫৯ পয়েন্ট নিয়ে আইসিসি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নবম স্থানে ঢুকে পড়লেন রোহিত। রোহিতের সঙ্গে যুগ্মভাবে নবম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে।
আরও পড়ুন:- ওয়ানডে বিশ্বকাপ জয়ের দাবিদার কোন দল? জানিয়ে দিলেন কপিল দেব
৮৮৩ পয়েন্ট নিয়ে এই তালিকায় সবার শীর্ষে উঠে এসেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন, তার দখলে ৮৬৯ পয়েন্ট এবং তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তার দখলে ৮৫২ পয়েন্ট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ম্যাচে ৮৭ রান এবং দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি বিরাট কোহলির। তিনি ১৪ নম্বরেই রয়েছেন।
It's pouring here in Trinidad! 🌧️
While we wait for sunshine, let's throw some light on a couple of stats from today!
Captain @ImRo45 registered his Fastest Test Fifty (in 3⃣5⃣ balls) 🔝@mdsirajofficial registered his best-ever Test-match figures (5⃣/6⃣0⃣) 👏
Scorecard ▶️… pic.twitter.com/sSoKQTzWKg
— BCCI (@BCCI) July 23, 2023
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় স্থানে তারই সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় স্থানে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন অক্ষর প্যাটেল। বোলারদের তালিকায় সবার শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।