T20 ক্রিকেটে রোহিতের ভবিষ্যত আর মাত্র কয়েক মাস! নিজেই জানালেন ভারত অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একাধিক টিটোয়েন্টি সিরিজ খেলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সেই বেশিরভাগ টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া (Handik Pandya)। রোহিত শর্মা (Rohit Sharma) এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team)।

রোহিত শর্মাকে ছাড়াই হার্দিক পান্ডিয়া (Handik Pandya) তরুণ ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী টি-টোয়েন্টি দল তৈরি করেছে এবং একের পর এক টি-টোয়েন্টি সিরিজ খেলছে। যা নিয়ে রোহিত শর্মার (Rohit Sharma) টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজে কি ভাবছেন? এবার শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে সেটাই জানালেন রোহিত শর্মা।

এইদিন রোহিত শর্মা বলেন, “যে সমস্ত ক্রিকেটাররা ভারতীয় দলের জার্সি গায়ে তিনটি ফরমেটেই খেলেন তাদের মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন হয়। কোন ক্রিকেটারের পক্ষেই প্রত্যেকটা সিরিজের সব গুলি ম্যাচ খেলা সম্ভব নয়। আমি তিনটে ফরমেটেই খেলি, সেই কারণে এই মুহূর্তে মাঝে মাঝে আমাকেও বিশ্রাম নিতে হয়। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু ভাবিনি, আইপিএলের পর সিদ্ধান্ত নেব।”

এরই পাশাপাশি রোহিত শর্মা এটাও ইঙ্গিত দিয়েছেন যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও তাকে দেখা যাবে না অর্থাৎ আইপিএল ২০২৩ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরেই থাকবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।