খেলার আগেই বিপাকে রোনাল্ডো! সৌদিতে গিয়ে তাঁদের দেশেরই নিয়ম ভাঙলেন ফুটবল তারকা

সৌদি আরবের আল নাসেরের ক্লাবের (Al Nassr club) দলে অংশ নিয়েছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। যদিও এখনো তাঁর সে দেশের ম্যাচ খেলায় অভিষেক ঘটেনি। তার আগেই সে দেশের নিয়ম ভেঙে বিপাকে তিনি। এ বিষয় নিয়ে আরও এক বার আলোচনার কারণ হয়ে উঠলেন CR7। আসুন জানা যাক! সৌদি আরবের কি সেই কানুন? আর রোনাল্ডো কি কানুন ভাঙলেন?

Cristiano Ronaldo রোনাল্ডো কি করেছেন?

আমরা আপনাকে বলি, রোনাল্ডো সৌদিতে পৌঁছেছেন পরিবার নিয়ে। তাঁর সঙ্গে সে দেশে গিয়েছেন তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানরা। ঘটনাচক্রে, জর্জিনার সঙ্গে বিয়ে হয়নি রোনাল্ডোর। অথচ তাঁরা একসঙ্গে থাকেন। বিয়ে হওয়ার আগেই সন্তানের মা-ও হয়েছেন জর্জিনা। সৌদি আরবের কানুনে (Saudi arabia marriage rules) রোনাল্ডো ও জর্জিনার সম্পর্ক বৈধ নয়।বিবাহ-বহির্ভূত সম্পর্ক সে দেশে বড় অপরাধ। আসুন জানা যাক সে দেশের আইন কি বলছে? এক্ষেত্রে রোনাল্ডোর কি হতে পারে?

 

উল্লেখ্য, স্পেনের সংবাদমাধ্যম ‘ফুটবল এসপানা’ সৌদি আরবের দুই আইনজ্ঞের সঙ্গে কথোপকথন করেন। তাঁরা জানান, “সৌদির আইনে বিবাহ-বহির্ভূত সম্পর্ক অপরাধ ঠিকই!তবে সেটা নিজের দেশের নাগরিকদের জন্য। এক্ষেত্রে রোনাল্ডো একজন সৌদির বিদেশী অতিথি। তিনি খেলার সূত্রেই সে দেশে গিয়েছেন। তাই তিনি এই আইনের আওতায় পরবেন না।”

 

এক্ষেত্রে রোনাল্ডোকে নিয়ে কি ভাবছে সৌদির প্রশাসন?

সৌদির প্রশাসন বলছে, বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। তাই রোনাল্ডোকে নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না তারা। তবে দেশের কোন নাগরিক এই কাজ করলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।”

Ronaldo

সৌদির ক্লাবে (Ronaldo saudi club) যোগ দিলেও বৃহস্পতিবার আল তাইয়ের বিরুদ্ধে অভিষেক হচ্ছে না রোনাল্ডোর। কারণ, তাঁর সঙ্গে জড়িয়ে আছে আগের একটি ঘটনা। ২০২২-এর এপ্রিলে গুডিসনে পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে এভার্টনের কাছে হারের পর রোনাল্ডো যখন সাজঘরে ফিরছিলেন, সেই সময় এক বাচ্ছা ভক্তের মোবাইল ছুড়ে ভেঙে দেন তিনি। ১৪ বছরের রোনাল্ডোর এক ভক্ত তাঁর হিরোকে চোখের সামনে পেয়ে ছবি তোলার জন্য মোবাইল বাড়িয়েছিলেন। কিন্তু ম্যাচ হারার কারণে মাথা ঠিক ছিল না রোনাল্ডোর। রাগের মাথায় ফোনটাই নিয়ে মাটিতে আছড়ে দেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে মারসেসাইড পুলিশ কর্তৃপক্ষ দ্বারা দুই ম্যাচের বহিস্কার শাস্তি পান। যার কারণে বৃহস্পতিবার খেললেন না রোনাল্ডো।