রোনাল্ডো না মেসি! কে সেরা? সাত-পাঁচ না ভেবে সোজাসাপ্টা উত্তর দিলেন বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার আনা

ক্রীড়াপ্রেমিরা ক্রিকেটে যেমন বিরাট কোহলি ও বাবার আজমের সঙ্গে তুলনা করে থাকে ঠিক তেমনই ফুটবলেও রোনাল্ডো ও মেসির মধ্যে তুলনা করে থাকে বরাবরই। মেসি না রোনাল্ডো এদের সেরা কে? এর উত্তর নিয়ে সমর্থকরা বহু তর্ক-বিতর্কের মধ্যে জড়িয়ে থাকে। এবার এই প্রশ্নে কোনোরকম তর্কে না গিয়ে পৃথিবীর সব থেকে সুন্দরী ফুটবলার সোজাসাপ্টা জানিয়ে দিলেন। তার মুখে সেরা ফুটবলারের নাম হল এ। আসুন জেনে নেওয়া যাক কি জানিয়েছেন তিনি।

Ronaldo messi

হ্যাঁ, এই প্রশ্নের মুখোমুখি হয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার ক্রোয়েশিয়ার (Croatia) আনা। গত ৬ মাসে আনার ইনস্টাগ্রাম ফলোয়ার দ্বিগুণ বেড়েছে। বর্তমানে তাঁর লক্ষ্য শুধুই ফুটবল। ক্রোয়েশিয়ার এই ফুটবলারকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করা হয়েছিল লিয়োনেল মেসি (Lionel Messi) নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এদের মধ্যে সেরা কে?

 

এই প্রশ্নের জবাবে তিনি সোজাসাপ্টা দিয়েছেন। আনা (Ana) লিখেছেন, ‘CR7’ ‘GOAT’, বোঝাতে সঙ্গে তিনি ইমোজিও ব্যবহার করেন। কেন রোনাল্ডো তার সেরা, এই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। আনা বলেন, “আমার সব থেকে প্রিয় ফুটবলার হলেন রোনাল্ডো। কারণ তিনি অসম্ভব শৃঙ্খলাপরায়ণ। আমার মতে, খেলায় এটা খুবই গুরুত্বপূর্ণ যে, তুমি তোমার সবটাই খেলায় দেবে।”

 

আমরা আপনাকে বলি, সোশ্যাল মিডিয়ায় আনা দারুন ভাবে সক্রিয়। তার ফ্যান-ফলোয়িং দিন দিন ঝড়ের গতিতে বাড়ছে। ইনস্টাগ্রামে ২২ বছরের আনার ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। তিনি কখনও বিকিনি পরে তো কখনও বা হ্যালোউইনের পোশাকে। তিনি যে ছবিই পোস্ট করেন না কেন, ছাড়া মাত্রই ভাইরাল হয় ঝড়ের গতিতে।

Ronaldo

ক্রোয়েশিয়ার এই ফুটবলার বিভিন্ন কারণের জন্য খবরের শিরোনামে এসে থাকেন। কিন্ত আজ তিনি লাইমলাইটে এসেছেন তার ফুটবল আইকনের জন্য। বরাবর আনার মুখে শোনা গেছে তাঁর প্রিয় ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু তাই নয়, তিনিও রোনাল্ডোকে অনুসরণ করে তার পথেই হাঁটতে চান। সাফল্য পেতে চান।

 

আনা দাবি করেন, পুরুষ ফুটবলের মতোই যেন মহিলা ফুটবলকে সমান চোখে দেখা হয়। তিনি মহিলা ফুটবলারদের পারিশ্রমিকের ব্যাপারেও সচেতন করে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানিয়ে দি, এই বিশ্বসুন্দরী আনার জন্ম ক্রোয়েশিয়ায় ১৯৯৯ সালের ৯ই নভেম্বর। এখন তিনি জাতীয় দলের হয়েই ফুটবল খেলেন এবং সুইৎজ়ারল্যান্ডের সুপার লিগ ক্লাবের অংশ তিনি।