এশিয়ান গেমসের ভারতীয় (India) দলের অধিনায়কত্ব করবেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। গতকাল বিসিসিআই তরফে ভারতীয় দলের তালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায় শিখর ধাওয়ানের বদলে এই ক্রিকেট তারকাকেই দলের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও আগে ধাওয়ানকে দলে নেওয়ার কথা প্রকাশ্যে এসেছিলো। কিন্তু বিসিসিআই এর তালিকা সামনে আসতেই সব জল্পনার অবসান ঘটলো। অবশ্য ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) কে নিয়েও ভারতের ক্রিকেট প্রেমীদের কম আশা নেই।
আরো পড়ুনঃ অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে নিজের পরিবারকে উৎসর্গ করলেন যশস্বী, দিলেন আবেগপ্রবণ বয়ান
তিনি মাঠে নেমে যে ছক্কা, চারের যাদু করবেন এই অপেক্ষায় আসন্ন ম্যাচের দিন গোনা শুরু হয়ে গিয়েছে। এশিয়ান গেমস ২০২৩ সালে চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে, খেলা চলবে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে ৫ই অক্টোবর এবং তা শেষ হবে ১৯ শে নভেম্বর। তাই স্বভাবতই ভারতীয় ক্রিকেট দলের ওপর যথেষ্ট চাপ থাকবে। সেই চাপ এড়াতেই এবার এশিয়ান গেমস খেলানো হবে ভারতের কিছু তরুণ ক্রিকেটারদের দিয়ে।
NEWS 🚨- Team India (Senior Men) squad for 19th Asian Games: Ruturaj Gaikwad (Captain), Yashasvi Jaiswal, Rahul Tripathi, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Washington Sundar, Shahbaz Ahmed, Ravi Bishnoi, Avesh Khan, Arshdeep Singh, Mukesh Kumar, Shivam Mavi, Shivam…
— BCCI (@BCCI) July 14, 2023
সেই তালিকায় রিঙ্কু সিং, জিতেশ শর্মা এবং যশস্বী জয়সওয়ালের মতন ক্রিকেট তারকারা থাকছেন। এই দুই ক্রিকেটার চলতি বছরের আইপিএল খেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের নজরে আসে। অন্যদিকে ক্রিকেট প্রেমীরাও এই দুই খেলোয়াড়দের ফর্ম নিয়ে নিশ্চিত, যে তাঁরা মাঠে নামলে অবশ্যই সঠিক ফরম্যাটে খেলবে। তাই উনিশতম এশিয়ান গেমসে তাঁদের গ্র্যান্ড এন্ট্রি হতে চলেছে। ইতিমধ্যেই যশস্বী ওয়েস্ট ইন্ডিজে পা রেখেই নয়া রেকর্ড গড়েছেন। এবার আসন্ন ম্যাচে কি করেন সেই অপেক্ষায় আছেন সকল ভারতীয়।
আরো পড়ুনঃ তিনদিনেই শেষ প্রথম টেস্ট! অশ্বিন-যশস্বীর দাপিয়ে প্রথম টেস্টে বড় জয় ভারতের
এশিয়ান গেমস ২০২৩- এর ভারতীয় দলে থাকছেন – যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, আরশদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক)। স্ট্যান্ডবাই খেলোয়াড়দের তালিকায় থাকছেন- দীপক হুডা, যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, সাই সুদর্শন।