‘সচিন-দ্রাবিড়রা পরামর্শ চাইতে আসত, রোহিত-কোহলিরা আসে না!’ ফের খোঁচা গাভাস্কারের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে গোহারা হেরে বিশ্ব জয়ের স্বপ্ন ফের একবার ভঙ্গ হয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। ফাইনালে ভারতের হারের পেছনে সবথেকে বড় দায়ী ভারতের ব্যাটিং লাইনআপ। এই ম্যাচে জঘন্য ব্যাটিং করেছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)

Sunil Gavaskar

পর পর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ভারত (India)। এছাড়া একের পর এক বড় প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন রোহিত, কোহলিরা। তার পরেই তাদের ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।

আরও পড়ুন:- ওপেনিং জুটিতে ২২৯ রান করে ৪৪ বছরের অখ্যাত রেকর্ড ভাঙলেন যশস্বী-রোহিত জুটি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের ওইভাবে হার এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। তাই ফের একবার বিরাট, রোহিতদের এক হাত নিলেন তিনি। গাভাস্কার জানিয়েছেন, আগে ব্যাটিংয়ে সমস্যা হলে সচিন, রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটসম্যানরাও পরামর্শ নিতে আসতেন কিন্তু এখন বিরাট, রোহিতরা তেমনটা করেন না।

আরও পড়ুন:- অভিষেক টেস্টে শতরান! আজাহার, সৌরভদের রেকর্ড ভেঙ্গে গুঁড়িয়ে দিলেন যশস্বী

এদিন ক্রিকেট সংক্রান্ত একটি সাক্ষাৎকারের সুনীল গাভাস্কার বলেন, “যদি কোন ব্যাটসম্যান বারবার একই ভুল করে আউট হয় তাহলে বুঝতে হবে তার টেকনিকে কোন বড় সমস্যা রয়েছে। এক্ষেত্রে ব্যাটসম্যানদের উচিত কোচ কিংবা প্রাক্তন ব্যাটসম্যানদের সঙ্গে কথা বলা কিন্তু বর্তমানের ব্যাটসম্যানরা তেমনটা করেন না। তাই কোচের উচিৎ তাদের সঙ্গে কথা বলা।”

Sachin Dravid

এছাড়াও গাভাস্কার বলেন, ” আগে শচীন, দ্রাবিড়, লক্ষ্মণের মতো তারকা ব্যাটসম্যানরা আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাদের ব্যাটিংয়ে কোন সমস্যা হলে আমার পরামর্শ নিতেন। আমি সব সময় ক্রিকেটারদের সাহায্য করার জন্য রাজি আছি। কিন্তু এখনকার ব্যাটসম্যানরা তেমনটা করেন না, হয়তো তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে ফেলে। তবে কোন ক্রিকেটার যদি আমার কাছে পরামর্শ নিতে আসে তাহলে আমি তাদের সবসময় সাহায্য করতে রাজি।”