‘ভিখারির দশা’ পাকিস্তান ক্রিকেট বোর্ডের! ৮ বছরেও বেতন না বাড়াতে ক্ষিপ্ত মহিলা দলের অধিনায়ক

যতদিন যাচ্ছে ক্রিকেটে পুরুষ দলের পাশাপাশি মহিলা দলও উন্নতির পথে। প্রত্যেক দলের কর্মকর্তারা মহিলা দলকে নিয়ে বিভিন্ন রকম চিন্তা ধারায় রয়েছে। পাকিস্তানের জাতীয় মহিলা দলের উন্নতির জন্য মাঝে মাঝে কিছু ঘোষণা করে থাকেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তবে রামিজ রাজা অন্যান্য দিক দিয়ে প্রশংসা কুড়ালেও আসল সমস্যা গোড়ায়। এ বিষয়ে মুখ খুললেন পাকিস্তান মহিলা দলের (Pakistan Women Cricket) অধিনায়ক বিসমাহ মারুফ। তাদের পারিশ্রমিক নিয়ে পাকিস্তান বোর্ডকে প্রতিক্রিয়া দিলেন তিনি। গত ৮ বছর ধরে পাকিস্তান বোর্ড তাদের বেতন বাড়াতে পারেনি।

Bishmah maruf

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে চলেছে পাকিস্তানের জাতীয় মহিলা দল। তার আগে লাহোরের এক বৈঠকে মহিলা দলের অধিনায়ক তাদের পারিশ্রমিক নিয়ে কথা বলেন। তারা গত ৮ বছর একই ফি নিয়ে খেলছেন। বোর্ড তাঁদের পারিশ্রমিক নিয়ে কিছু ভাবছে না। এটা সঠিক বিচার নয় বলে তিনি দাবি করেন।

 

বিসমাহ মারুফ ঠিক কি বলেছেন:-

এ প্রসঙ্গে তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে তুলনা করেছেন। ক্রিকেট বিশ্ব নিউজিল্যান্ড ও ভারত, পুরুষ ও মহিলা দলের বেতন সমান করেছে। একইসঙ্গে ৮ বছর কেটে গেলেও বাড়েনি বেতন, ভাবা হচ্ছে না পারিশ্রমিক নিয়ে। মহিলা ক্রিকেটাররাও প্রচুর পরিশ্রম করে।” তিনি আরও বলেন, “তবে আমাদের ক্রিকেটকে আরও উন্নত করতে হবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে গেলে। PCB এখন পরিকাঠামো উন্নত করেছে, দলে ভালো কোচ এনেছে।”

 

মহিলা ক্রিকেটকে অনেক উন্নতি করার প্রতিশ্রুতি শোনা যায় বোর্ড প্রধান রামিজ রাজার মুখ থেকে। একাধিক ঘোষণা করে থাকেন তিনি। মহিলাদের নিয়ে ‘PSL’ ঘোষণা করেছেন তিনি। ক্রিকেটের (Pakistan Cricket) পরিকাঠামো উন্নত হলেও দলে তেমন কিছু পরিবর্তন আসেনি দাবী করেন তিনি। কোন বড় টুর্নামেন্টে পাকিস্তানের মহিলা দল সাধারন পারফরম্যান্স করে চলে আসে।

Pakistan women cricket

আমরা আপনাকে বলি, পাকিস্তানের মহিলাদলের অধিনায়ক বিসমাহ মারুফ কিছুদিন দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি মা হওয়ার পরে আবার ক্রিকেটে ফিরেছেন। তারা ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবে। গতবার এশিয়া কাপে পাকিস্তান মহিলা দল ভারতীয় দলকে হারালেও তেমন প্রভাব ফেলতে পারেনি।