আর মাত্র কয়েকটা দিন, তারপরই ক্রিকেটপ্রেমীদের কাছে কার্যত উৎসব। আর এই উৎসবের নাম বিশ্বকাপ (World cup)। আগামী ২২ শে অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World cup)। আর এই বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমী মানুষদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে ভারত। সেখানে গিয়ে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচও খেলে ফেলেছে ভারতীয় দল (Indian cricket team)।
২২ শে অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হলেও ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে আগামী ২৩ শে অক্টোবর। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে বড় ঝটকা লেগেছে ভারতীয় দলে (Indian cricket team)। কারণ বিশ্বকাপের আগে চোট পেয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের দুই তারকা জোরে বোলার যাশস্প্রীত বুমরাহ এবং দীপক চাহার ।এই দুই জোরে বোলারের অনুপস্থিতি নিঃসন্দে ভারতীয় বোলিং ইউনিটকে কিছুটা দুর্বল করে দিয়েছে।
এবারের বিশ্বকাপে যে ভারতীয় দল পাঠানো হয়েছে সেই দল বেশ শক্তিশালী। দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছে। এছাড়াও দলে এমন কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছেন যারা যেকোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। স্বাভাবিকভাবে এবারের বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে আসার আলো দেখছে আপামর ভারতবাসী।
পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার জন্য ভারতের হাতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে। তবে তার আগে এখন থেকেই ভারত তাদের প্রথম একাদশ সাজাতে শুরু করে দিয়েছে। এবারের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের ওপেনিং এ দেখা যাবে অধিনায়ক রোহিত শর্মা এবং কে এল রাহুলকে। তিন নম্বরে নামবেন বিরাট কোহলি। চার নম্বরে থাকছেন সূর্য কুমার যাদব।
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের প্রথম ম্যাচে কেমন হতে চলেছে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:-
রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্ষদীপ সিং, মহম্মদ সামি/ শার্দুল ঠাকুর।