এই বছরের শেষের দিকেই অর্থাৎ, ২৩শে ডিসেম্বর TATA IPL 2023 এর নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। নিলামের আগে প্রত্যেক দলের বহু পরিবর্তন দেখা গেছে। প্রত্যেক দল তাদের পছন্দের খেলোয়াড় গুলিকে রেখে বাকি খেলোয়াড়দের ছেড়ে দিয়েছেন। যেমন সানরাইজ হায়দ্রাবাদ ছেড়েছেন কেন উইলিয়ামসনকে, মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়েছেন কায়রণ পোলার্ডকে, চেন্নাই সুপার কিং ছেড়েছেন ডোয়েন ব্রাভোকে। এইরকম প্রত্যেক দলেই বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন দেখা গিয়েছে। আসুন দেখে নেয়া যাক কেমন হতে চলেছে এইবারের আইপিএলের নিলাম।
১. চেন্নাই সুপার কিং (CSK):- একদিকে, CSK ছেড়েছেন ডোয়েন ব্রাভোকে। অন্যদিকে, দলে রেখে দিয়েছেন ধোনি, রবীন্দ্র যাদেজা, মঈন আলী ও অম্বাতি রাইডুর মতো ক্রিকেটারকে।
২. মুম্বাই ইন্ডিয়ান্স (MI):- মুম্বাইকে একাধিকবার আইপিএল ট্রফি জিতানো ক্রিকেটার কাইরান পোলার্ডকে এই ছেড়ে দিচ্ছেন। এর পাশাপাশি ড্যানিয়েল স্যামস, বাসিল থাম্পি, ও উনাদকটের মত ক্রিকেটারদের ছেড়ে দিচ্ছে। দলে রোহিত শর্মা, সূর্য কুমার ও বুমরার মত ক্রিকেটার থাকছেন।
৩. রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB):- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে দিয়েছে জেসন বেহেরনডর্ফকে। সে যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। সম্ভবত দলেই থাকতে পারেন বাংলার শাহবাজ় আহমেদকেও।
৪. কলকাতা নাইট রাইডার্স (KKR):- কলকাতা এবারে পুরো নতুন দল গড়তে চাইছেন। ছেড়ে দিয়েছে, প্যাট কামিন্স, অ্যালেক্স হেলস, অ্যারেঞ্জ ফিঞ্চের মোত নামকরা ক্রিকেটারদের। এছাড়া ছেড়ে দিয়েছে মোহাম্মদ নবি ও অজিংকে রাহানের মত ক্রিকেটারদের। দলে রেখেছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন টিম সাউদির মতো ক্রিকেটারদের।
৫. পাঞ্জাব কিংস (PK):- পঞ্জাব ছেড়ে দিয়েছে দলকে গতবারের নেতৃত্ব দেওয়া ময়ঙ্ক আগরওয়ালকে। এর পাশাপাশি ঈশান পোড়েল এবং ঋত্বিক চট্টোপাধ্যায়কেও ছেড়ে দিয়েছে তারা। দলে রাখা হল লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টোকে, কাগিসো রাবাডার মত ক্রিকেটারদের।
৬. সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH):- হায়দ্রাবাদ শুধু কেন উইলিয়ামসন কেই নয়, একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে এই ফ্রাঞ্চাইজি। এবারে তাদের একেবারে নতুন দল গড়ার লক্ষ্য।
৭. দিল্লি ক্যাপিটালস (DC) :- দিল্লি শার্দূল ঠাকুর ছাড়াও ছেড়ে দিয়েছে টিম সেইফার্ট, শ্রীকর ভরতের মতো খেলোয়াড়কে।
৮. রাজস্থান রয়্যালস (RR):-রাজস্থান ছেড়ে দিয়েছে ড্যারিল মিচেল, করুন নায়ার, নাথান কুল্টার নাইল, জিমি নিশামের মতো খেলোয়াড়দের।
৯. লখনউ সুপার জায়ান্টস(LSG):- লখনউ ছেড়ে দিয়েছে অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, এভিন লুইসের মতো ক্রিকেটারকে। জেসন হোল্ডারকেও রাখেনি গত বছরের নতুন দল।
১০. গুজরাত টাইটান্স (GT):- গত বছরের নতুন টিম হয়ে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব দিয়ে প্রথম বছরেই চ্যাম্পিয়নস হয়েছে এই দল। তাঁদের দল ছেড়ে দিয়েছে বরুণ অ্যারণ, গুরকিরত সিংহের মতো খেলোয়াড়দের।