এই বছর কাতারে ফুটবল বিশ্বকাপ (Football World Cup) আয়োজিত হয়েছিল। আর কাতার বিশ্বকাপ ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিশ্বকাপের এই সফলতা দেখে বিশ্বকাপ নিয়ে নতুন পরিকল্পনা করতে শুরু করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA)।
ফুটবল বিশ্বকাপ সাধারণত চার বছর অন্তর হয়ে থাকে। তবে ফুটবল বিশ্বকাপের ব্যাপক জনপ্রিয়তা এবং সফলতা দেখে আর বিশ্বকাপের জন্য চার বছর অপেক্ষা করতে চাইছে না ফিফা (FIFA)। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চাইছেন চার বছরের পরিবর্তে এবার থেকে তিন বছর অন্তর অন্তর বিশ্বকাপ আয়োজন করতে।
তবে এখন এই বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেনা ফিফা। বর্তমানে বিষয়টি পুরোটাই পরিকল্পনার মধ্যে রয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ফিফার অধীনে থাকা সমস্ত দেশ এবং ক্লাব গুলির সঙ্গে কথা বলতে হবে ফিফাকে। তারা যদি সকলে রাজি থাকে তাহলেই পরবর্তী পদক্ষেপ নিতে পারবে ফিফা।
তবে বিশ্বকাপের পাশাপাশি আরও একটি বড় টুর্নামেন্ট শুরু করতে চাইছে ফিফা। ফিফার তরফে জানানো হয়েছে এবার থেকে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। আগামী ২০২৫ সালে বড় করে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। এই মুহূর্তে ক্লাব বিশ্বকাপ হয় সাতটি দেশকে নিয়ে। তিন বছর পর অর্থাৎ ২০২৫ সালে ৩২টি দল নিয়ে এই বিশ্বকাপ আয়োজন করতে চাইছে ফিফা।
তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি ফিফার এই প্রস্তাবে রাজি হবে না ইউরোপের ফুটবল ক্লাব গুলি কারণ সেই সময় চলে ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ লীগ চ্যাম্পিয়নস লিগ। এছাড়াও সেই সময় বিভিন্ন দেশ তাদের ঘরোয়া টুর্নামেন্ট গুলি আয়োজিত করে থাকে। আর তাই নতুন করে আরো একটি টুনামেন্টের জন্য সময় বের করতে পারবেনা ক্লাব গুলি। সেই কারণে ফিফার এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছে বিভিন্ন সংবাদ মাধ্যম।