বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অন্যতম সেরা ওপেনার শিখর ধাওয়ান ((Shikhar Dhawan)। এখন তিনি শুধু ভারতীয় দলের ওপেনার হিসেবেই নন বিরাট রোহিতের অনুপস্থিতিতে বেশ কয়েকটি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ফেললেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শিখর ধাওয়ানের নেতৃত্বেই ভারতীয় দল জিতেছে। একজন ব্যাটসম্যান এর পাশাপাশি এই মুহূর্তে ভারতীয় দলের একজন সফল অধিনায়ক শিখর ধাওয়ান।
এরই মধ্যে শিখর ধাওয়ানের সম্পর্কে একটি গোপন খবর প্রকাশ্যে এসেছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে ক্রিকেট মাঠের পাশাপাশি এবার শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) দেখা যাবে বলিউডেও (Bollywood)। দীর্ঘ কয়েক বছর ক্রিকেট মাঠে নিজের প্রতিভা দেখানোর পর এবার বলিউড কাঁপাতে নামছেন শেখর ধাওয়ান।
বলিউড সম্পর্কিত একটি বিশেষ রিপোর্টে জানা গিয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং অভিনেত্রী হুমা কুরেশির (Huma Qureshi) সঙ্গে একসাথে অভিনয় করেছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ‘ডাবল এক্সএল’ (Double XL) ছবিতে অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে জুটি বাঁধবেন শিখর ধাওয়ান।
সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় শিখর ধাওয়ানকে বিভিন্ন ধরনের রিলস, নাচের ভিডিও, মজার ভিডিও দিয়ে ভক্তদের মনোরঞ্জন করতে দেখা যায়। এরই মধ্যে হঠাৎ করে শিখর ধাওনের বলিউডে পা রাখার খবর পেয়ে স্বাভাবিকভাবে ব্যাপক খুশি হয়েছেন তার ভক্তরা। অনেকেই শিখর ধাওয়ানের বলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।
পরিচালক সাতরাম রামানি পরিচালিত এই “ডবল এক্সেল” মুভির মূল গল্পটি হল দুই মোটা মহিলার গল্প। দুজন মোটা মহিলা কিভাবে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে তাদের স্বপ্ন পূরণ করে সেটাই দেখানো হবে এই ছবিতে। আর এখানেই অভিনয় করেছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। তবে শিখর ধাওয়ান কিন্তু এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেননি। এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা।