ভারতের ঘরোয়া ক্রিকেটের মধ্যে বিজয় হাজারে ট্রফি বিখ্যাত। এখানে খেলোয়ারদের অনেক প্রতিভা ফুটে ওঠে। সম্প্রতি, আহমেদাবাদ স্টেডিয়ামে চলছে বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ (Vijay Hazare Trophy quarte final)। যেখানে ম্যাচের মুখোমুখি হয়েছে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ (Maharashtra vs Uttar Pradesh)। এই ম্যাচে টস হেরে মহারাষ্ট্র প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলেন।
আর এই ম্যাচেই মহারাষ্ট্রের হয়ে বিশ্বরেকর্ড করে ফেললেন ভারতের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তিনি এই ম্যাচে ১৫৯ বলে অপরাজিত ২২০ রানের ইনিংস খেলেন। এই ম্যাচে ঋতুরাজের ইনিংস যে কতটা বিস্ফোরক ছিল তা মুখে ব্যাখ্যা করা দুষ্কর। তবে এতোটুকু বলতে পারি, তিনি এই ম্যাচে যা করলেন তা এর আগে ক্রিকেটে বিশ্বের কোনও ব্যাটার করতে পারেননি।
কী করলেন গায়কোয়াড়?
রুতুরাজ তাঁর ক্রিকেট কেরিয়ারের প্রথম ২০০ রানের ইনিংস খেললেন। যা স্মরণীয় হয়ে থাকবে। তার ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ১৬টি ছক্কা দিয়ে। এই ১৬ ছয়ের মধ্যে রুতুরাজ ম্যাচের শেষ ওভারেই মারেন ৭টি ছয়। এই ইনিংসের উত্তরপ্রদেশের বাঁ-হাতি স্পিনার শিবা সিংকে টার্গেট বানিয়ে ফেলেন তিনি। এদিকে শিবা তাঁর ওভারে একটি নো বল করে বসেন। যার কারনে তাকে ৭টি বল ডেলিভারি দিতে হয়। অন্যদিকে, ঋতুরাজ তার করা ৭টি বলই পাঠান হাওয়ার মাধ্যমে বাউন্ডারীর বাইরে। অর্থাৎ এক ওভারে সাতটি ছক্কা, যা একটি বিশ্ব রেকর্ড। এই ওভারে মোট রান হয় ৪৩।
6⃣,6⃣,6⃣,6⃣,6⃣nb,6⃣,6⃣
Ruturaj Gaikwad smashes 4⃣3⃣ runs in one over! 🔥🔥
Follow the match ▶️ https://t.co/cIJsS7QVxK…#MAHvUP | #VijayHazareTrophy | #QF2 | @mastercardindia pic.twitter.com/j0CvsWZeES
— BCCI Domestic (@BCCIdomestic) November 28, 2022
আমরা আপনাকে বলি, এর আগে কোনও ব্যাটসম্যান ১ ওভারে ৭টি ছক্কা মারতে পারেননি। ক্রিকেট ইতিহাস বলছে, ক্রিকেটে অনেক কিংবদন্তি রয়েছে যারা অনেকেই ছয় বলে ছয়টি ছক্কা মেরেছেন। কেউ ১ ওভারে ৭ টি ছক্কা (1 Over 7 Six) মারতে পারিনি। ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার কোন ব্যাটার এক ওভারে সাতটি ছক্কা মারলেন। রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, রোজ হুইটলে, লিও কার্টার, কাইরন পোলার্ড অনেকেই ৬ বলে ৬ ছক্কা হাকিয়েছেন। শেষ ওভারে মহারাষ্ট্রের স্কোরবোর্ডে যুক্ত হয় ৪৩ রান। তারা নির্ধারিত ওভারে ৩৩০ রান তোলে, যার মধ্যে ঋতুরাজের ব্যক্তিগত ২২০ রান।