ভারতের পরিকল্পনা নকল করে পাকিস্তান ক্রিকেটের উন্নতি করতে চাইছে শাহিদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট দলের নতুন নির্বাচন প্রধান হিসেবে যুক্ত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Sahid Afridi)। নির্বাচক প্রধান হওয়ার পরই তিনি একের পর এক বড় মন্তব্য করেছেন। এবার পাকিস্তান দলকে আরো শক্তিশালী করার জন্য এক বিশেষ মন্তব্য করে বসলেন শাহিদ আফ্রিদি (Sahid Afridi)।

এইদিন শাহিদ আফ্রিদি (Sahid Afridi) বলেন, বেঞ্চের শক্তি উন্নতির জন্য পুরুষদের জন্য দুটি দল তৈরি করতে চান। আফ্রিদির মতে এটাই একমাত্র উপায় রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়ানোর। আর কয়েক দিনের মধ্যেই আফ্রিদির মেয়াদ শেষ হয়ে যাবে। তার আগে তিনি এই ধারনাটি বাস্তবায়িত করতে চান।

শাহিদ আফ্রিদি বলেন, এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দলের সবথেকে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থার অভাব। পাকিস্তানের হেড কোচ, অধিনায়ক, চিকিৎসক, নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট এর মধ্যে সঠিক যোগাযোগ ব্যবস্থা নেই। সেই কারণেই বারবার মুখ থুবড়ে পড়তে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে। তবে আমি যতদিন নির্বাচক প্রধান থাকব এই গুলি ঠিক করার চেষ্টা করব।

এছাড়া এইদিন দল নির্বাচন প্রসঙ্গে আফ্রিদি বলেছেন, “আমি যতদিন নির্বাচক প্রধান থাকব প্রত্যেক ক্রিকেটারকে ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করব। তরুণ ক্রিকেটারদের আরো বেশি করে তুলে আনার চেষ্টা করব। সেই সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটারদেরও যথেষ্ট সম্মান দিয়ে ধরে রাখার চেষ্টা করব। কোনভাবেই ক্রিকেটারদের প্রতি অবিচার হতে দেব না।”

এইদিন আফ্রিদির মুখে শোনা গেল ভারতের প্রশংসা। আফ্রিদি বলেন, ভারত এইভাবে দুটি দল তৈরি করেই নিজেদের বেঞ্চের শক্তি বাড়িয়েছে। আমাদেরও উচিত এভাবেই পাকিস্তান ক্রিকেটকে আরো শক্তিশালী করা।