মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে গাড়ি নিয়ে মাঠ ঘুরেছিলেন শাস্ত্রী, দীর্ঘ ৩৭ বছর পর এই স্টেডিয়ামেই আবার ভারত-পাকিস্তান

আজ অস্ট্রেলিয়ার (Australia) মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও পাকিস্তান (India Vs Pakistan) দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের চরম মুহূর্ত। ঘটনা হলো দীর্ঘ ৩৭ বছর পর আবার মেলবোর্নে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। এর আগে ১৯৮৫ সালে বেনসন হেজেস কাপের ফাইনালে মেলবোর্নে (Melbourne) মুখোমুখি হয়েছিল। সেই রাত আজও অনেক ক্রিকেটপ্রেমীদের চোখে ভেসে ওঠে। যেখানে ভারত পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দাপট দেখিয়েছিল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে একই স্টেডিয়ামে মুখোমুখি তারা।

Indian team

আমরা আপনাকে বলি, সেই ম্যাচের দৃশ্য এখন অনেক লোকের মনে গেঁথে রয়েছে। সেই দিন ভারত ট্রফি জেতার পর সিরিজের সেরা রবি শাস্ত্রী সতীর্থদের নিয়ে গাড়ি করে গোটা মাঠ ঘুরেছিল। এখনো বিভিন্ন সাক্ষাৎকারের সেই মুহূর্তের কথা শুনা যায় রবি শাস্ত্রীর মুখ থেকে। শাস্ত্রী ধারাভাষ্যকার হিসেবে এইবারও মেলবোর্নে উপস্থিত থাকবেন।      1985 india vs Pakistan

সেই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছিল। জবাবে ভারত ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে প্রায় ৩ ওভার বাকি থাকতেই সেই ম্যাচ জিতে নিয়েছিল। সেই ম্যাচে শাস্ত্রী ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিল। আর অধিনায়ক হিসেবে সুনীল গাওস্কারের সেটাই ছিল শেষ ম্যাচ।

 

যদিও সেই সময় ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে এতটা উত্তেজনা ছিলনা। এখন পুরো চিত্র বদলে গিয়েছে। এই দুই দলের ম্যাচকে ঘিরে উত্তেজনার শেষ নাই। স্টেডিয়ামে রয়েছে এক লাখের ক্যাপাসিটি। কিন্তু টিকিট বিক্রির শুরুর দিনেই সব টিকিট শেষ। এখনও টিকিটের জন্য মরিয়া হয়ে রয়েছে দর্শকরা। এখন সমর্থকদের মনে একটাই আবেগ এই ম্যাচের সাক্ষী হয়ে থাকতে।

Team India

যাইহোক এই দুই দল নিজেদের সর্বশক্তি নিয়েই মাঠে নামতে চলেছেন। প্রত্যেক খেলোয়াড় তাদের সেরাটা দিয়ে ২২ গজে লড়াই করতে প্রস্তুত। এর আগের বারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে পাকিস্তানের কাছে হার স্বীকার করতে হয়েছিল। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেটাই ছিল প্রথম জয়। আজকের মেলবোর্নে হাওয়া কাদের দিকে বয়ে তা আর কয়েক ঘণ্টার অপেক্ষা।