মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং শ্রীলঙ্কা (Srilanka)। এই ম্যাচে ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় তরুণ ফাস্ট বোলার শিবম মাভির (Shivam Mavi)। শ্রীলংকার বিরুদ্ধে অভিষেক টি টোয়েন্টি ম্যাচে বল হাতে কার্যত আগুন ঝড়ালেন শিবম মাভি (Shivam Mavi)।
Make that wicket No.4 for @ShivamMavi23 and what a debut he is having.
Maheesh Theekshana departs.
Live – https://t.co/uth38CaxaP #INDvSL @mastercardindia pic.twitter.com/G3zIVlBs61
— BCCI (@BCCI) January 3, 2023
মঙ্গলবার শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ভারত (India)। ব্যাটিং করতে নেমে শুরুতেই ভারত ওপেনার ঈশান কিষান (Ishan Kishan) কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও পরপর উইকেট হারিয়ে চাপে যায় ভারত। একটা সময় মাত্র ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল ভারত। আউট হয়ে যান শুভমান গিল, সূর্য কুমার যাদব এবং সঞ্জু স্যামসন।
সেই কঠিন পরিস্থিতিতে ভারতের হাল ধরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিষান। তবে কয়েক ওভার পড়ে এই দুজন আউট হয়ে যান। আর সেই সময় ভারতের রান এগিয়ে নিয়ে যান দীপক হুডা এবং অক্ষর প্যাটেল। এই দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৬২ রানের সম্মানজনক জায়গায় পৌঁছায় ভারত।
ভারতের ১৬২ রানের জবাবে ব্যাটিং করতে নামলে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে বড় ধাক্কা দেয় এই ম্যাচে অভিষেক হওয়া শিবম মাভি। শুরুতেই শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশঙ্কা এবং ধনঞ্জয় ডি সিলভা কে আউট করে দেন শিবম মাভি।
Make that wicket No.4 for @ShivamMavi23 and what a debut he is having.
Maheesh Theekshana departs.
Live – https://t.co/uth38CaxaP #INDvSL @mastercardindia pic.twitter.com/G3zIVlBs61
— BCCI (@BCCI) January 3, 2023
দ্বিতীয় স্পেলে বোলিং করতে নেমে আরও দুটি উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় স্পেলে হাসারাঙ্গা এবং মহেশ তেকসানাকে আউট করে দেন শিবম মাভি। এই ম্যাচে চার ওভার বোলিং করে মাত্র ২২ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন শিবম মাভি।