এই মুহূর্তে ভারত (India) ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মধ্যে চলছে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ জিতে নিয়েছিল ভারত তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এমন পরিস্থিতিতে তৃতীয় ওয়ানডে ম্যাচটি ছিল সিরিজ নির্ণায়ক ম্যাচ। আর এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারতীয় দল (Indian Cricket Team)।
Innings Break!
Brilliant batting display from #TeamIndia! 💪 💪
8⃣5⃣ for @ShubmanGill
7⃣7⃣ for @ishankishan51
7⃣0⃣* for Captain @hardikpandya7
5⃣1⃣ for @IamSanjuSamsonOver to our bowlers now! 👍 👍
Scorecard ▶️ https://t.co/boUPUpFuSr#WIvIND pic.twitter.com/rLchdWjPgk
— BCCI (@BCCI) August 1, 2023
এই ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ভারত ওপেনার শুভমান গিল (Subhaman Gill)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ৩৪ রান করেন শুভমান গিল (Subhaman Gill)। সেই সঙ্গে তিনি ভেঙে দেন পাক অধিনায়ক বাবর আজমের রেকর্ড।
আরও পড়ুন:- ব্যাটে-বলে বিশ্বরেকর্ড! জীবনের শেষ টেস্টে ইতিহাস গড়লেন স্টুয়ার্ট ব্রড
এতদিন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে প্রথম ২৬ টি ইনিংস খেলে রানের নিরিখে সবার শীর্ষে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি করেছিলেন ১৩২২ রান। এবার বাবর আজমকে টপকে প্রথম ২৬ ইনিংস খেলে ১৩৫২ রান করেন শুভমান গিল।
আরও পড়ুন:- বুমরাকে নিয়ে সময় নষ্ট করছে বোর্ড, ফের বিস্ফোরক কপিল দেব
ত্রিনিদাদে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শুভমান গিল। ১১টি বাউন্ডারির সাহায্যে ৯২ বলে ৮৫ রান করেন শুভমান গিল। এমন দুর্দান্ত ইনিংস খেলার সঙ্গে ইমাম উল হকের রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন গিল। কেরিয়ারের প্রথম ২৭টি ওয়ান ইনিংসে সব থেকে বেশি রান করার বিশ্বরেকর্ড গড়েন শুভমন গিল।
Shubman Gill top-scored in the #WIvIND ODI series decider and bagged the Player of the Match award as #TeamIndia won the third & final ODI to clinch the series 👏 👏 pic.twitter.com/jKk4WoanYT
— BCCI (@BCCI) August 1, 2023
প্রাক্তন পাক ক্রিকেটার ইমাম উল হক প্রথম ২৭টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে ১৩৮১ রান সংগ্রহ করেন। প্রথম ২৭টি ইনিংসে ব্যাট করে গিল ৪টি শতরান ও ৬টি অর্ধশতরান-সহ ১৪৩৭ রান সংগ্রহ করেছেন।