টি-টোয়েন্টি সিরিজের পর এই মুহূর্তে চলছে ভারত (India) ও নিউজিল্যান্ডের (Newzealand) মধ্যে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড (Newzealand)। সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়।
সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিং করতে নেমে ১২.৫ ওভারে ৮৯ রান তোলে ভারত। আর তারপরই বৃষ্টি নেমে যায়। দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ায় মাঠ পুরো ভিজে যায় এবং ম্যাচের অনেকটা সময় নষ্ট হয়ে যায়। যার ফলে পুনরায় ম্যাচ শুরু করা যায়নি এবং ম্যাচটি বাতিল করে দেয় আম্পায়াররা।
এই ম্যাচটি বাতিল হয়ে গেলেও এই ম্যাচে ব্যাট হাতে রেকর্ড করে ফেললেন ভারত ওপেনার শুভমান গিল (Shubman Gill)। এই ম্যাচে যতক্ষণ খেলা হয়েছিল তার মধ্যে ৪২ বলে ৪৫ রানের ইনিংস খেলে ফেলেছিলেন শুভমান গিল (Shubman Gill)। তার এই ইনিংসে ছিল চারটি চার এবং একটি ছক্কা।
আর এইদিন ৪৫ রানের ইনিংস খেলে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে দিলেন শুভমান গিল। শুভমান গিল এই মুহূর্তে প্রথম দশ ইনিংস খেলার পর ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। এই প্রসঙ্গে তিনি পিছনে ফেলে দিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকার কেও।
ভারতের হয়ে ওয়ানডে ফরমেট ওপেনার হিসেবে প্রথম ১০ ইনিংসে ৭০.৭১ গড়ে শুভমান গিল সংগ্রহ করেছেন মোট ৪৯৫ রান। অপরদিকে সচিন তেন্ডুলকার তার প্রথম ১০ ইনিংসে ওপেনার হিসেবে করেছিলেন ৪৭৮ রান। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তার প্রথম ১০ ইনিংসে সংগ্রহ ছিল ৪৬৩ রান।