ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরে খারাপ ইনিংসের পরেই ক্রমাগত সমালোচনার সম্মুখীন হচ্ছেন শুভমান গিল (Shubman Gill) । গত বছরে কয়েকটি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার পরেও, টেস্ট ফরম্যাটে এশিয়ার বাইরে শেষ ৬ ইনিংসে খুব খারাপ রেকর্ড করেছেন এই তরুণ ক্রিকেটার। টেস্ট ফরম্যাটে মাত্র দুইটি সেঞ্চুরি করেছেন। এশিয়ার বাইরে ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন, যার মধ্যে মাত্র ২টি অর্ধশতক ইনিংস করতে পেরেছেন।
তাঁর এই খারাপ পারফরম্যান্স ক্রমেই ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২১ সালে টেস্ট সিরিজে মেলবোর্নের মাঠে অভিষেক করার সুযোগ পেয়েছিলেন। পরে ব্রিসবেন টেস্ট ম্যাচের শেষ ইনিংসে মাত্র ৯১ রান করেন। এই দুই ম্যাচের পরেই ক্রমেই এশিয়ার বাইরে ব্যাটিং রেকর্ড খারাপ হচ্ছে এই ক্রিকেট তারকার। চলতি বছরে ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁর জায়গায় দারুণ খেলছেন যশস্বী জয়সওয়াল।
ইতিমধ্যেই তিনি যা রেকর্ড করেছেন, তাতে সেরার সেরা খেতাবও জিতে ফেলেছেন। এই তরুণ ক্রিকেটার ৮তম ভারতীয় খেলোয়াড় যিনি ডেবিউ টেস্টে ম্যাচ সেরার সেরা পুরস্কার জিতেছেন। যশস্বী ১৭১ রানের ইনিংস খেলে দলকে বড় স্কোরে পৌঁছাতে সাহায্য করেছে। অন্যদিকে এই তরুণ ক্রিকেটারের পাশাপাশি রোহিত শর্মাও দলের ব্যাক বোন হিসেবে কাজ করেছেন। ডব্লুটিস্যার ম্যাচে ভারতের হারের পর তিনি যেভাবে সমলোচিত হয়েছিলেন, সেই তকমা ছেড়ে আবার ভালো ফরম্যাটে খেলছেন।
এছাড়া রবীন্দ্র জাদেজা তিনিও এই টেস্ট ম্যাচে ভালোই খেলেছেন। কিন্তু কোনোভাবে শুভমান গিল (Shubman Gill) যেন ট্র্যাকের বাইরে চলে গেলো। সামনের ম্যাচটি তাঁর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই ম্যাচে ভালো না খেললে ভারতীয় দলে থাকা তাঁর জন্য চাপের হতে পারে।