ভারতীয় দলের হয়ে কেন তিন নম্বরেই ব্যাট করতে চান শুভমান গিল? জানুন আসল কারণ….

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় (India) দলে তিন নম্বরে স্থান পেয়েছেন তরুণ ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill)। আইপিএলের দুর্দান্ত ফর্মের পরই তিনি ভারতের স্টার ক্রিকেটার হয়ে ওঠেন। ক্রিকেট ভক্তদের অনেকেই আগামী দিনে তাঁকে ভারতের অধিনায়ক হিসেবে দেখতে চান। তাই সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে এই তরুণ ক্রিকেটারকে।

আরো পড়ুনঃ তবে কি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ডেভিড ওয়ার্নার? স্ত্রীর ইন্সটা পোস্ট ঘিরে ক্রমেই বাড়ছে জল্পনা

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি তিন নম্বরে খেলবেন। কিন্তু সেই নিয়ে অনেকেরই প্রশ্ন ছিলো, কেন তিনি তিন নম্বরেই থাকছেন। এই বিষয়ে অবশেষে মুখ খুললেন ভারতের এই তরুণ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ সফরে নামার আগে তিনি বলেন, “ভারত এ দলের হয়ে আমি তিন এবং চার নম্বরে ব্যাট করতাম। আমি ওই জায়গাতেই ব্যাট করতে চাই। ওপেনার হিসাবে নতুন বলে খেলার অভ্যেস রয়েছে। সেটা তিন নম্বরে ব্যাট করার সময় কাজে লাগবে।

Shubman Gill about WI match

ওপেনিং এবং তিন নম্বরে ব্যাট করা এক নয় জানি, তবে খুব একটা আলাদাও নয়।” অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের এই খেলোয়াড়কে নিয়ে রোহিত শর্মা বলেছেন, “যতদূর ব্যাটিং পজিশনের কথা, শুভমান গিল (Shubman Gill) তিন নম্বরে খেলবেন কারণ তিনি নিজেই চান যে তাকে তিন নম্বরে খেলানো হোক। তিনি নিজেই ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়-এর সাথে এই বিষয়ে আলোচনা করেছিলেন।

আরো পড়ুনঃ একাই কাপাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফর! জানুন ফেলে আসা কোন ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল

রোহিত আরো বলেন, “ভারতীয় ক্রিকেটে একজন বাঁ-হাতি ব্যাটসম্যানের খুব দরকার ছিল। যশস্বী জয়সওয়ালের মধ্যে আমরা খুব ভাল বাঁ-হাতি ব্যাটসম্যান পেয়েছি। তাকে খুব প্রতিশ্রুতিশীল দেখাচ্ছে এবং ঋতুরাজ গায়কওয়াড় ও একই রকম। এনারা গত এক বছর ধরে দুর্দান্ত ক্রিকেট খেলে আসছে, তাই  আমি আশা করছি তাঁরা এভাবেই খেলতে থাকবে।”