ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন নম্বরে খেলতে নামবেন তরুণ ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill)। এই নিয়ে সম্প্রতি সরাসরি ব্যাখা দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বিসিসিআই টিভিকে বলেছেন, “ভারতীয় ক্রিকেটে একজন বাঁ-হাতি ব্যাটসম্যানের খুব দরকার ছিল। যশস্বী জয়সওয়ালের মধ্যে আমরা খুব ভাল বাঁ-হাতি ব্যাটসম্যান পেয়েছি।
তাকে খুব প্রতিশ্রুতিশীল দেখাচ্ছে এবং ঋতুরাজ গায়কওয়াড় ও একই রকম। এনারা গত এক বছর ধরে দুর্দান্ত ক্রিকেট খেলে আসছে, তাই আমি আশা করছি তাঁরা এভাবেই খেলতে থাকবে।” রোহিত শর্মা আরও বলেছেন, “যতদূর ব্যাটিং পজিশনের কথা, শুভমান গিল (Shubman Gill) তিন নম্বরে খেলবেন কারণ তিনি নিজেই চান যে তাকে তিন নম্বরে খেলানো হোক। তিনি নিজেই ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়-এর সাথে এই বিষয়ে আলোচনা করেছিলেন।
তিনি বলেছিলেন, তিন নম্বরে ব্যাট করলেই দলের জন্য আরও ভালো পারফর্ম করতে পারবো। আর এই ভিত্তিতেই তাঁকে তিন নম্বরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” প্রসঙ্গত, ভারত ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার তাঁদের মধ্যে একজন অন্যতম হলেন যশস্বী জয়সওয়াল। তিনি আইপিএলেও ভালো ফর্ম রেখেছেন। তাই তাঁকে নিয়ে ভারতীয় দলের অধিনায়কেরও অনেক আশা রয়েছে।
চলতি বছরের আইপিএলে তিনি ১৪টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচে তিনি ১ টি সেঞ্চুরি ও ৫ টি হাফ সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে আইপিএলে ১৬৩.৬১ স্ট্রাইক রেটে রান করেছেন ৬২৫। তাই আসন্ন ম্যাচেও ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো ফর্ম রাখবে বলে আশা ভারতের সিনিয়র ক্রিকেটারদের।