সিরাজের বোলিংয়ে এশিয়া কাপ জিতল ভারত, সেই সঙ্গে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ এই তারকার

রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলংকা। এই ম্যাচে ভয়ংকর বোলিং করে ভারতকে এশিয়া কাপ জিতিয়ে দিলেন মোহাম্মদ সিরাজ।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। বোলিং করতে এসে ভারতের চতুর্থ এবং নিজের দ্বিতীয় ওভারে চারটি উইকেট তুলে নিয়ে শ্রীলংকার ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন মোহাম্মদ সিরাজ। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। মাত্র ৫০ রানে শেষ হয়ে যায় শ্রীলংকার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

সামনেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের তিন ফাস্ট বোলার হলেন যাশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি, এবং মোহম্মদ সিরাজ। ভারতের পিচ সাধারণত স্পিনারদের সাহায্য করে থাকে। তাই এক ম্যাচে তিনজন পেসারকে এক সাথে খেলানো কখনোই সম্ভব নয়। এই তিন পেসারের মধ্যে একজন হয়তো প্রথম একাদশে জায়গা পাবেন না।

বিশ্বকাপে ভারতীয় দলের দুজন পেস বোলার খেলবেন। সেই সঙ্গে থাকবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া অর্থাৎ প্রত্যেক ম্যাচে তিনজন ফাস্ট বোলারকে দেখা যাবে। এই দুজন ফাস্ট বোলারের মধ্যে বুমরা নিঃসন্দেহে প্রত্যেক ম্যাচেই খেলবেন। অপরদিকে সামি এবং সিরাজের মধ্যে একজনের খেলার সুযোগ ছিল কিন্তু রবিবার সিরাজ যেভাবে বোলিং করেছে তাকে বিশ্বকাপে প্রথম একাদশ থেকে তাকে বাদ দেওয়া খুবই মুশকিল।

সিরাজের এমন পারফরমেন্সের পর বিশ্বকাপে প্রথম একাদশে হয়তো জায়গা হবে না বাংলার তারকা ফাস্ট বোলার মোহম্মদ সামির। বিশ্বকাপের সুযোগ পাওয়ার জন্য সামিকে হয়তো আরও অপেক্ষা করতে হবে। কিন্তু ভারতীয় দলে এমন সুস্থ প্রতিযোগিতা যেকোন ভারতীয় ক্রিকেট ভক্তকে খুশি করবে।