বিশ্বকাপের আগে হঠাৎই যুবরাজকে নিয়ে আক্ষেপ অধিনায়ক রোহিত শর্মার, বললেন…

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। হাতে দু’মাসও সময় নেই। তারই মধ্যে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ (ODI World Cup)। ইতিমধ্যেই প্রত্যেকটি দেশ বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি সেরে ফেলছে।

Yuvraj Singh

দীর্ঘ ১০ বছর ভারত আইসিসির কোন টুর্নামেন্ট জিততে পারেনি। স্বাভাবিকভাবে এবার ঘরের মাঠে সেই খরা কাটাতে চাইছে রোহিত শর্মারা (Rohit Sharma)। তবে বিশ্বকাপের আগে বড় সমস্যায় ভারতীয় টিম। যুবরাজ সিংয়ের পর এখনো পর্যন্ত মিডল অর্ডারে চার নম্বর পজিশনের একজন সঠিক ব্যাটার খুঁজে পায় নি ভারত।

এক সময় যুবরাজ সিং ভারতীয় ব্যাটিং লাইন আপের চার নম্বরে ব্যাটিং করতেন কিন্তু যুবরাজ সিং ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখনো পর্যন্ত চার নম্বর পজিশনের জন্য একজন সঠিক ব্যাটসম্যান খুঁজে পাইনি ভারতীয় দল। ২০১৯ বিশ্বকাপে সেই সমস্যায় ভুগিয়েছিল ভারতকে। এবার প্রকাশ্যে সেই কথা স্বীকার করে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এদিন ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘‘চার নম্বর ব্যাটার আমাদের দীর্ঘ দিনের সমস্যা। যুবরাজের পরে কেউ নিজের জায়গা পাকা করতে পারেনি।’’

শেষ কয়েক বছরে ভারতের হয়ে চার নম্বরে ব্যাটিং করছিলেন তরুণ ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। তিনি চার নম্বর পজিশনে ভালই ব্যাটিং করেছেন। শ্রেয়স আইয়ার ২০টি ম্যাচে ৪৭.৩৫ গড়ে ৮০৫ রান করেছেন। দু’টি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে তাঁর। চার নম্বরে ভালো ব্যাটিং করলেও চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন আইয়ার।

Rohit Sharma

এদিন শ্রেয়স প্রসঙ্গে রোহিত বলেন, ‘‘শ্রেয়স অনেক দিন ধরে চার নম্বরে ভাল ব্যাট করছিল। কিন্তু চোট পেয়ে গেল। বড় চোট পাওয়ায় অনেক দিন বাইরে থাকতে হচ্ছে ওকে। গত ৪-৫ বছর ধরে এই সমস্যা হয়েছে আমাদের। অনেকে চোট পেয়েছে। ফলে বার বার নতুন ব্যাটারদের খেলাতে হয়েছে। কেউ জায়গা পাকা করতে পারেনি।’’