T-20 বিশ্বকাপের আগেই চরম বিপদে জোরালো পাকিস্তান, দলে সুযোগ না পেয়ে এই পাকিস্তানি ক্রিকেটার সরাসরি আঙুল তুলল বাবর আজমের দিকে

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে লেগেছে ঘরোয়া যুদ্ধ। দলে সুযোগ না পাওয়ায় অধিনায়ক বাবর আজমকে কাঠগড়ায় দাঁড় করালেন অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। তার মতে একমাত্র বাবর চাইলেই তিনি পাকিস্তান দলে সুযোগ পেতে পারেন।

একটি সাক্ষাৎকারে তিনি বাবর এর সাথে তার কথোপকথন তুলে ধরেছেন। তুমি বলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আমাকে জিজ্ঞাসা করেছিল ” আমি আরো খেলতে চাই নাকি অবসর নিতে চাই। তখন আমি বলেছিলাম যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমি আর খেলতে চাই না।”

 খেলতে না চাইলেও আপাতত অবসর গ্রহণ করেননি শোহেব। পাকিস্তানের যখনই দরকার তখনই মাঠে নামতে প্রস্তুত তিনি। শোহেব বলেছেন” আমি বাবর কে বলেছিলাম পাকিস্তানের জন্য মাঠে নামতে আমি সবসময়

প্রস্তুত। তবে কোন কোন সিরিজ আমি খেলতে পারব সেটা পুরোটাই বাবরের হাতে।” ও বলেছিলে যে আমি দলে সুযোগ পাব কিনা সেটা জানিয়ে দেবে। ও চাইলেই আমি পাকিস্তানের দলে ফিরে আসবো।এই বিবাদে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ।

 তিনি জানিয়েছেন, শোয়েবকে তিনি আগেই অবসর নিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ, তিনি জানতেন, পাকিস্তানে এ ভাবেই ক্রিকেটারদের অপমান করা হয়। শোয়েব পাকিস্তান ক্রিকেটের জন্য যা করেছেন, তার পরে তাঁর এই অপমান প্রাপ্য নয় বলেই মনে করেন হাফিজ।