কেউ নবম ফেল, কেউ আবার বি.কম পাস, দেখুন ধোনি-বিরাটদের শিক্ষাগত যোগ্যতা

আগামী 22 শে অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 world cup)। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে রোহিত শর্মার (Rohit sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian cricket team)। এই ভারতীয় দল বিশ্বকাপে তাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। এই ভারতীয় দলে যে সমস্ত ক্রিকেটাররা রয়েছেন তাদের ক্রিকেট ক্যারিয়ার যে বেশ উন্নতিশীল তা বলায় বাহুল্য। তবে জানেন কি এই সমস্ত ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা কতদূর? আসুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের কয়েক জন ক্রিকেটারের শিক্ষাগত যোগ্যতা:-

রোহিত শর্মা:- এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit sharma)। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়। বর্তমানে তিনি ভারতীয় দলের অধিনায়ক। রোহিত শর্মা ক্লাস ১২ পর্যন্ত পড়াশোনা করেছেন। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর তিনি আর নিজের পড়াশোনা চালিয়ে যান নি।

বিরাট কোহলি:- ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat kohli) এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে ক্রিকেট মাঠে ব্যাট হাতে বিরাট কোহলি যতটা সাবলীল পড়ার ক্ষেত্রে কিন্তু তিনি ততটা উন্নতি করতে পারেনি। বিরাট কোহলিও ক্লাস ১২ পর্যন্ত পড়াশোনা করেছেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর তিনি আর নিজের পড়াশোনা চালিয়ে যান নি।

মহেন্দ্র সিং ধোনি:- ভারতের অন্যতম সফল অধিনায়ক ধোনি (Ms dhoni)। ধোনির হাত ধরেই দুবার বিশ্বকাপ জিতেছে ভারত। তবে খেলাধুলার পাশাপাশি নিজের পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি করেছিলেন ধোনি। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর তিনি রাঁচির একটি নামকরা কলেজ থেকে বি.কম কমপ্লিট করেন।

কে এল রাহুল:- এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার কে এল রাহুল (K L rahul)। টি-টোয়েন্টি বিশ্বকাপে রাহুলের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে আপামর ভারতবাসী। এই রাহুল ব্যাঙ্গালোরের ইউনিভার্সিটি থেকে নিজের বি.কম কমপ্লিট করেন।

হার্দিক পান্ডিয়া:- নিজের সফল ক্রিকেট ক্যারিয়ার গড়ার লক্ষ্যে নিজের পড়াশোনার ক্ষেত্রে ঝুঁকি নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik pandya)। ক্রিকেট ক্যারিয়ার গড়ার লক্ষ্যে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। হার্দিক পান্ডিয়া নবম ফেল। তবে নবম শ্রেণী পাস করতে না পারলেও বর্তমানে ক্রিকেট বিশ্বে হার্দিক পান্ডিয়া এক উজ্জ্বল নক্ষত্র।