সৌরভ, জয় শাহের মসনদে থাকার সম্ভাবনা কম!সুপ্রিম কোর্টে জোরদার ধাক্কা খেতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড

ক্রিকেট মাঠে ২২ গজে খেলোয়াড়দের পরিচালনা করার জন্য যেমন নিয়ম রয়েছে, তেমনই বোর্ড সদস্যরাও কিছু নিয়ম দ্বারা আবদ্ধ। বোর্ড নিজেদের নিয়মের কিছু পরিবর্তন করেছে। যেখানে BCCI কমিটির নিয়ম কুলিং অফে যাওয়া বাধ্যতামূলক নিয়ম রয়েছে, তা তুলে দেয়ার চিন্তাভাবনা। ৭০ বছর কোন ব্যক্তির বয়স হয়ে গেলে সদস্য পদে থাকতে পারবে না, এই নিয়মের বদল চায় বোর্ড।

Indian cricket

এখন প্রশ্ন হল এই নতুন নিয়মে কি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) আর বোর্ডের সদস্য পদে থাকতে পারবেন? আমরা আপনাকে বলি এটা নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর। এ বিষয়ে মঙ্গলবার বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং হিমা কোহলির বেঞ্চে শুনানি হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডে (Indian Cricket Board) দীর্ঘদিনের সদস্য নিয়ে খুশি হতে পারেনি বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড়। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার রায় বেরোতে পারে বলে জানান।

 

সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে ৭০ বছর বয়সী কোন ব্যক্তি দলে থাকা আপত্তি রয়েছে। তবে এ বিষয়ে সুপ্রিম কোর্ট এখনো কোনো চূড়ান্ত রায় দেয়নি। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে দলে কোন অভিজ্ঞ ব্যক্তি থাকলে কাজ করতে সুবিধা হয়। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড দলের মত কোন ক্রিকেটে ৭০ বা ৭৫ বছরের কোন ব্যক্তি আছে কি?

Sourav ganguly and jay shah

বোর্ডের দিক থেকে জানানো হয়, “৯ বছর হয়ে গেলে কেউ পদ ধরে রাখতে পারবে না, এই নিয়মও পরিবর্তন করা হোক। কুলিং অফ ছাড়া ১২ বছর অনেক সময়। তাদের দাবি রাজ্য সংস্থা ও বোর্ডের দায়িত্বের মাঝেকুলিং অফ প্রয়োজন নেই। কিন্তু দুই জায়গাতেই নিজেদের সময় শেষ হলে কুলিং অফে যেতে হবে।” তামিলনাড়ু ক্রিকেট সংস্থার জন্য আইনজীবী কপিল সিবল বলেন, তার মতে টানা ৬ বছর থাকার পরেই সদস্যদের অবসর নেওয়া দরকার, কিন্তু ৩ বছর বিসিসিআইয়ে থাকলে কুলিং অফে যাওয়ার দরকার নাই।

 

মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় স্বস্তি দেবে সৌরভ গাঙ্গুলি ও জয় শাহকে। এদের রাজ্য সংস্থা ও বোর্ডের দায়িত্বে থাকার সময় পার হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট কুলিং অফ নিয়ম তুলে না নিলে জায়গা ছাড়তে হবে ভারতীয় বোর্ডের প্রধান সদস্য সৌরভ গাঙ্গুলী ও জয় শাহকে (Jay shah)। এক্ষেত্রে নতুন নির্বাচন করতে হবে।