বিশ্বকাপে যশস্বীর খেলার সম্ভাবনা শেষ, বড় আপডেট দিলেন সৌরভ গাঙ্গুলী

এবার আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভারতের তরুন ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভালো পারফরম্যান্স করার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের দরজা খুলে যায় যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) জন্য। প্রথম টেস্টে ব্যাট করতে নেমে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন যশস্বী।

যশস্বীর দুর্দান্ত পারফরমেন্সের জন্যই এবারে এশিয়ান গেমসে (Asain Games) ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন তিনি। বিশ্বকাপের ঠিক আগেই অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস (Asain Games)। এশিয়ান গেমস শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। স্বাভাবিকভাবে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাবেন না এমন ক্রিকেটারদের নিয়েই এশিয়ান গেমসের দল তৈরি করেছে বিসিসিআই। সেখানে যশস্বীর নাম থাকায় এটাই স্পষ্ট হয়ে গিয়েছে যে ওয়ানডে বিশ্বকাপে যশস্বীকে ভাবছে না ভারতীয় নির্বাচকরা।

আরও পড়ুন:- দ্বিতীয় টেস্টে ভারতকে ফাঁসাতে এই স্পিনারকে দলে নিল ওয়েস্ট ইন্ডিজ, চাপে রোহিতরা

আইপিএলে খুব সামনে থেকে যশস্বীকে দেখেছিলেন সৌরভ গাঙ্গুলী। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচে যশস্বীর ১৭১ রানের ইনিংস দেখে সৌরভ দাবি করেছেন তিনি লম্বা রেসের ঘোড়া।

আরও পড়ুন:- দ্বিতীয় টেস্টে ধোনিকে টপকে সচিনের রেকর্ড ছুতে চলছেন বিরাট কোহলি

সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক। অধিনায়ক থাকাকালীন ভারতীয় ক্রিকেটকে একাধিক প্রতিভাবান ক্রিকেটার খুঁজে দিয়েছিলেন সৌরভ। তাই সৌরভের প্রতিভা চিনতে ভুল হয় না।

এবার যশস্বীর বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী। সৌরভ বলেন, ‘আমি চাই যশস্বী ভারতের হয়ে আসন্ন বিশ্বকাপে মাঠে নামুক। আইপিএলের সময় ওকে খুব কাছ থেকে দেখেছি। সাদা বলের পাশাপাশি লাল বলেও রান করে যশস্বী দেখিয়েছেন ও লম্বা রেসের ঘোড়া। আমি সর্বদা টপ অর্ডারে ডানহাতি- বাঁহাতি কম্বিনেশের পক্ষপাতী। এটা প্রতিপক্ষের বোলিং আক্রমণকে বিব্রত করে। তাই আমি মনে করি যশস্বীর বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।”