ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। বিশ্বকাপ আয়োজনের টুকিটাকি নিয়ে সিএবি কর্তাদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “দুর্দান্ত খেলেছে যশস্বী। দেখে কেউ বুঝতেই পারেনি যে, প্রথম টেস্টে খেলতে নেমেছে। দারুণ ব্যাটার,এতটাই সাবলীল ব্যাটিং। ভারতের বিশ্বকাপ দলে অবশ্যই রাখা উচিত যশস্বীকে।”
তিনি আরো বলেন, “ বললেন, “এশিয়ান গেমসের এখনও দেরি আছে। বিশ্বকাপের দলে ওকে অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। দলে বদল করাটা এমন কোনও বড় ব্যাপার নয়। ভারতীয় বোর্ড ও নির্বাচকেরা চাইলে পরিবর্তন করতেই পারেন।” প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেক ঘটতেই ক্রিকেট মহলে নয়া রেকর্ড গড়েছেন যশস্বী। ডিমিনিকায় তাঁর খেলা প্রথম টেস্টের স্কোর এখন আলোচনার শীর্ষে। ক্রিকেট ভক্তদের মনে তাঁকে নিয়ে উন্মাদনার শেষ নেই।
২১ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান একটি কঠিন পিচেও ১৭১ রানের ইনিংস খেলে দলকে বড় স্কোরে পৌঁছাতে সাহায্য করেন। অন্যদিকে ম্যাচে দারুণ খেলে সেরার সেরা খেতাবও জিতে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের পিচে অভিষেক করে তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতীয় দলে খেলতে দেওয়ার সুযোগ বিফলে যায়নি। অন্যদিকে ম্যাচ জিতে যশস্বী নিজেই নিজের দলের সিনিয়রদের ধন্যবাদ জানিয়েছেন। নিজেই জানিয়েছেন, তাঁকে মনোযোগী থাকতে হবে এবং ক্রিকেট নিয়ে কাজ করে যেতে হবে।
আরো পড়ুনঃ ভারতীয় দলে যশপ্রীত বুমরার জায়গা নিতে পারেন এই তিন দুর্ধর্ষ বোলার, জানুন তাঁরা কে…
ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলা তাঁর জন্য খুবই বিশেষ এবং আবেগপূর্ণ। এই তরুণ ক্রিকেটার ৮তম ভারতীয় খেলোয়াড় যিনি ডেবিউ টেস্টে ম্যাচ সেরার সেরা পুরস্কার জিতেছেন। আর এবার তাঁর খেলার প্রশংসা করলেন স্বয়ং দাদা। এইদিন আইপিএলে যশস্বীর ফর্ম নিয়ে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) বলেন, “কী ইনিংসটাই না খেলেছিল। যশস্বী ভারতীয় ক্রিকেটে থাকতেই এসেছে।”