BCCI সভাপতির গদি যাওয়ার পর এই প্রথম মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি, বললেন এমন কথা

মঙ্গলবার ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (Indian cricket board) বার্ষিক সাধারণ সভা। সেই সভা থেকে বিসিসিআইয়ের (Bcci) নতুন প্রেসিডেন্ট হিসেবে রজার বিনির নাম ঘোষণা করা হয়েছে। দীর্ঘ তিন বছরের বেশি সময় এই পদে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী (sourav ganguly)। সৌরভ গাঙ্গুলীর পরবর্তীকালে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি।

মুম্বাইয়ের একটি নামি হোটেলে বসেছিল বিসিসিআই (bcci) বার্ষিক সাধারণ সভা। সেখানে উপস্থিত হয়েছিলেন বিসিসিআই এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলিও (sourav ganguly)। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌরভ গাঙ্গুলীর হাত থেকে বোর্ডের নেতৃত্বের ভার চলে গেল রজার বিনির হাতে।

সেই সভা থেকে যখন সৌরভ গাঙ্গুলি বেরিয়ে আসছিলেন সেই সময় বাইরেই দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন সাংবাদিক। সৌরভ গাঙ্গুলিকে দেখা মাত্র তারা প্রশ্ন ছুড়ে দেন দাদার দিকে। তবে সাংবাদিকদের সেই সমস্ত প্রশ্নের উত্তর খুবই ঠান্ডা মাথায় দেন সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলীর চোখে মুখে কোন হতাশার চাপ ছিল না বরং শান্ত স্বভাবেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে যান।

এইদিন সৌরভ গাঙ্গুলী বলেন, “রজার বিনিকে আন্তরিক শুভেচ্ছা। একজন চ্যাম্পিয়ন এর হাতেই রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট শক্তিশালী। আশা করব রজার বিনির হাত ধরে ভারতীয় ক্রিকেট আগামী দিনে আরও উন্নতি করবে এবং তাদের সফলতা আরও বাড়বে।”

সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ আরো বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু মাঝপথে তাকে সরে যেতে হল। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও সৌরভ গাঙ্গুলি যেভাবে সমস্ত ব্যাপারটা হাসিমুখে সামলে দিলেন তা সত্যি প্রশংসনীয়।”