আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে শ্রীলঙ্কা, চাপে পড়ল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা (Srilanka) এবং আফগানিস্তান (Afganistan)। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুটা দুর্দান্ত করেছিলেন আফগানিস্তানের দুই ওপেনার গুরবাজ ও উসমান গনি।

ওপেনার গুরবাজকে আউট করে আফগানিস্তানকে প্রথম ঝটকা দেয় শ্রীলঙ্কার (Srilanka) লাহিরু কুমারা। ২৪ রান করে আউট হন গুরবাজ। ২৭ রান করে হসারাঙ্গার বলে আউট হয়ে যান উসমান গনি। তিন নম্বরে নামা ইব্রাহিম জাদরান করেন ২২ রান। এছাড়া আর কোন আফগানিস্তানের (Afganistan) ব্যাটসম্যান এই দিন সেই ভাবে রান করতে পারেনি। হসারাঙ্গার ভয়ঙ্কর স্পিনের সামনে মাথা নত করেন একের পর এক আফগান ব্যাটার।

৪ ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন হসারাঙ্গা। ৪ ওভারে ৩০ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার লাহিরু কুমারা। মাঝের ওভারে শ্রীলঙ্কার ঘূর্ণিতে বেসামাল হয়ে যায় আফগান ব্যাটিং। নির্ধারিত কুড়ি ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে আফগানিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি শ্রীলংকার। দ্বিতীয় ওভারেই ওপেনার নিশাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা। তবে শ্রীলংকার হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন ধনঞ্জয় ডি সিলভা। আফগানিস্তানের প্রত্যেকটা স্পিনারকে ধরে ধরে আক্রমণ করলেন তিনি। ছাড় পাননি রশিদ খানও। তাকে যোগ্য সঙ্গ দিলেন কুশল মেন্ডিস এবং আলাশঙ্কা। ধনঞ্জয় ৬৬ রান করে অপরাজিত থাকেন। ৯ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা।

এই জয়ের ফলে গ্রূপ ১ এ তিন নম্বরে উঠে এলো শ্রীলঙ্কা। চাপে পরে গেল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। অর্থাৎ সেমি ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে শ্রীলঙ্কার।