WTC ফাইনালে গিলের আউট নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব, আম্পায়ারদের তুলোধনা করলেন পন্টিং, সাঙ্গাকারা, গাভাস্কার

বিশ্ব টেস্ট ফাইনালে (WTC Final) জয়ের জন্য চতুর্থ ইনিংসে ভারতের (India) সামনে ৪৪৪ রানের লক্ষ্যমাত্রা রাখে অস্ট্রেলিয়া (Australia)। জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ভারতের দুই ওপেনার শুভমান গিল (Subhaman Gill) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। তবে ১৯ রান করে আউট হয়ে যান শুভমান গিল (Subhaman Gill)। গিলের এই আউট নিয়েই যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে।

Subhuman gill

এদিন ভারতের ইনিংসের অষ্টম ওভারে বোলিং করতে আসেন বোলান্ড। বোলান্ডের সেই ওভারের প্রথম বলেই গিলের ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। সেই বল ক্যাচ ধরেন স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যামেরন গ্রীন (Cameran Green)। তবে তার আগেই বল মাটিতে ছুঁয়ে যায়, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আউটের আবেদন করেন।

ফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় নাম্বারের কাছে যান। রিপ্লেতে পরিষ্কার বোঝা যাচ্ছিল বল ক্যামেরন গ্রিনের হাতে থাকলেও সেটা মাটি ছুঁয়ে গেছে। কিন্তু তার সত্ত্বেও বার বার রিপ্লে দেখে শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার। তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত মোটেও মেনে নিতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। মাঠের মধ্যেই রোহিতকে বিরক্তের সঙ্গে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এমনকি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সে সময় দর্শকরা ‘চিট’, ‘চিট’ বলে চিৎকার শুরু করেন।

এই আউট নিয়ে আম্পায়ারের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় সুনীল গাভাস্কার, রিকি পন্টিং, রবি শাস্ত্রী, কুমার সাঙ্গাকারার মতো প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটারদের।

Green

রিকি পন্টিং বলেছেন, “বল গ্রিনের হাতে থাকলেও সেটা যে মাটির সঙ্গে স্পর্শ হয়নি তা বলা যাচ্ছে না। রোহিত কেন ক্ষুব্ধ হয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেছে বুঝতে পারছি। শুভমনের হতাশাও স্বাভাবিক।’’

সুনীল গাভাস্কার বলেন, ‘‘মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তনের আগে তৃতীয় আম্পায়ারকে অকাট্য প্রমাণ বের করতে হয়। এক্ষেত্রে তৃতীয় আম্পায়ারকে সেটা পারেননি।’’

কুমার সাঙ্গাকারা বলেছেন, ‘‘গ্রিনের আঙুল বলের নীচে থাকলেও বল মাটি স্পর্শ করেনি, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এমনও হতে পারে বল মাটি ছোঁয়ার জন্যই গ্রিন ভাল ভাবে বল ধরতে পেরেছে। এই ধরনের ক্ষেত্রে আম্পায়াররা সাধারণত আউট দেন না।’’