এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup) অন্যতম শক্তিশালী দল রোহিত শর্মার (Rohit sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian cricket team)। এই ভারতীয় দলে একাধিক এমন ক্রিকেটার রয়েছেন যারা যেকোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারেন। নতুন পুরনো সংমিশ্রনে এক দুর্দান্ত শক্তিশালী দল নিয়ে এবারের বিশ্বকাপ খেলতে গিয়েছে ভারত। বিশ্বকাপের আগে ভারত যেভাবে প্রস্তুতি সেরেছে তাতে বিশ্বকাপে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে।
বিশ্বকাপের আগে সারা বছর জুড়ে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। সেই সমস্ত সিরিজ গুলিতে জয়লাভ করেছে ভারত। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ জিতেছে ভারত। অস্ট্রেলিয়ার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপের প্রায় একমাস আগে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছে ভারত।
বিশ্বকাপের এক মাস আগে শুধু অস্ট্রেলিয়াতে চলেই যায় নি ভারত, সেই সঙ্গে সেখানে গিয়ে নিয়মিত অনুশীলন করেছে ভারতীয় দল। অনুশীলনের পাশাপাশি অস্ট্রেলিয়ার স্থানীয় বেশ কয়েকটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। আর তারপর অস্ট্রেলিয়ার জাতীয় দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে ভারতীয় দল। আর এমন পরিস্থিতিতে ভারত যদি বিশ্বকাপ হেরে যায় তাহলে কি হতে চলেছে সেই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার (sunil gavaskar)।
এইদিন সুনীল গাভাস্কার বলেন, “এই ভারতীয় দল বিশ্বকাপের আগে দুর্দান্ত প্রস্তুতি সেরে নিয়েছে। ঘরের এবং বিদেশের মাটিতে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। সেই সঙ্গে তারা বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রায় তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়ে সেখানেও একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। এমন পরিস্থিতিতে ভারত যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরে যায় তাহলে সেটা কখনোই ভারতের প্রস্তুতির অভাব বলা যাবে না।”
এছাড়াও গাভাস্কার বলেন, “বিশ্বকাপের আগে রবীন্দ্র জাদেজা এবং যাশপ্রীত বুমরা ছিটকে যাওয়া নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। তবে এই দলে এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যারা এদের অভাব পূরণ করে দেবে।”