বৃহস্পতিবার টিটোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (India) ও নেদারল্যান্ডস (Netherlands)। এই ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে ভারত। এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতীয় ব্যাটসম্যান সূর্য কুমার যাদব (Surya Kumar yadav)। ২৫ বলে ৫১ রান করেন তিনি। আর এই ইনিংস খেলেই এক বিশেষ নজির গড়ে ফেললেন সূর্য কুমার যাদব (Surya Kumar yadav)।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলে চলতি বছর টিটোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক রান করে ফেললেন সূর্য। পিছনে ফেললেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ানকে (Md rizwan)।
এই বছরের শুরু থেকেই টিটোয়েন্টি ফরম্যাটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন সূর্য কুমার যাদব (Surya Kumar yadav)। ভারতীয় দের মধ্যে টিটোয়েন্টি ফরম্যাটে সবথেকে বেশি রান করেছিলেন তিনি। অল্প কয়েক দিনের মধ্যেই বিশ্বের তাবর তাবর ব্যাটারদের টপকে টিটোয়েন্টি র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সূর্য। এবার রানের দিক দিয়ে এক নম্বরে থাকা মহম্মদ রিজওয়ানকে টপকে গেলেন সূর্য কুমার যাদব।
নেদারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ২৫ টি ম্যাচ খেলে ৮১৬ রান করেছিলেন সূর্য কুমার যাদব। অপরদিকে ১৯ ম্যাচে ৮২৫ রান করে শীর্ষে ছিলেন মহম্মদ রিজওয়ান। নেদারল্যান্ডের বিরুদ্ধে ১০ রান করেই রিজওয়ানকে টপকে গেলেন সূর্য কুমার যাদব।
২০২২ সালে টি-টোয়েন্টি ফরমেটের সূর্য কুমার যাদব যে অন্যতম সেরা ব্যাটসম্যান সেটা তার পারফরমেন্স দেখলেই বোঝা যায়। ইতিমধ্যেই এবছর টিটোয়েন্টিতে একটি সেঞ্চুরি এবং সাতটি হাফসেঞ্চুরি করে ফেলেছেন তিনি। আর মাত্র ১৩৩ রান করতে পারলেই সূর্য এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি ফরমেটের এক হাজার রান পূর্ন করে ফেলবেন। সূর্যের হাতে এখনও বেশ কয়েকটি ম্যাচ রয়েছে।