সূর্যকুমার এই ৩ বলিউড তারকার পাগল, বারবার তাঁদের ছবিই দেখেন! জেনে নিনি সেরা ব্যাটসম্যানের সেরা নায়ক

বর্তমানে ক্রিকেট ও বলিউড যেন একই মুদ্রার এপিটওপিট। ভক্তদের কাছেও এই দুই প্লাটফর্ম প্রচুর আবেগ ও ভালোবাসার। একদিকে যেমন বলিউড তারকারা ক্রিকেট পছন্দ করে অন্যেদিকে, ক্রিকেট তারকাদেরও বলিউডে পছন্দের নায়ক রয়েছে। এই প্রতিবেদনে আমরা আপনাকে বর্তমান ভারতীয় ক্রিকেটের সেরা ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) পছন্দের এক্টর বলতে যাচ্ছি। সম্প্রতি তিনি নিজেই প্রকাশ করেছেন বলিউডে তার পছন্দের নায়ক।

Suryakumar yadav

ভারতীয় মিডিল অর্ডারের অন্যতম সেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব তা বলাই বাহুল্য। বিগত এক-দেড় বছরেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। তিনি এশিয়া কাপের পর সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজেও তার ফর্ম অব্যাহত। যার কারনে এই মিস্টার ৩৬০ ডিগ্রির ব্যাটিং এর ভক্ত হয়ে উঠেছে সকলেই।

 

বর্তমানে সূর্যকুমার ভারতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে রয়েছেন। সিরিজের (NZ Vs IND T-20 Series) প্রথম ম্যাচ বাতিল হলেও দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ভারতীয় দল। এই জয়ের মূল ভূমিকায় ছিলেন সূর্য কুমার যাদব। তিনি ৫১ বলে ১১১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। এটাই ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সূর্য কুমার যে খুব অল্প সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষস্থান দখল করেছে তা বলাই বাহুল্য। তিনি মাত্র ১৯ মাসে ICC টোয়েন্টিতে এক নম্বর র‍্যাঙ্কিং হয়েছেন।

 

যাইহোক, এবার আসি বর্তমান সেরা ব্যাটসম্যানের প্রিয় বলিউড ছবির (Suryakumar Favorite Film) কথাই।সূর্যকুমার নিজেই জানিয়েছেন তার পছন্দের ছবি। তার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হচ্ছে। আসলে ২০২১ সালে সূর্য কুমারের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার প্রিয় ছবির কথা। সেখানে সূর্যকুমার জবাব দিয়েছিলেন, আমি কমেডি ছবি পছন্দ করি। কারণ এই ছবি দেখে আমি খুব খুশি হয়।

এরপর সূর্য কুমার বলেন আমার কাছে সবচেয়ে পছন্দের ছবি হল, ‘আন্দাজ আপনা আপনা’, ‘চুপকে চুপকে’ এবং ‘হেরা ফেরি’। আমি এই ছবিগুলো দেখে খুবই বিনোদন পাই। আমি যখনই সময় পাই বা কাজের ফাঁকে এই ছবিগুলো দেখে থাকি। ইতিমধ্যেই বহুবার আমার এই ছবি দেখা হয়ে গিয়েছে।