আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হয়েছিল ভারত (India) এবং জিম্বাবুয়ে (Zimbabwe)। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের দুপুর একটা বেজে ৩০ মিনিট থেকে শুরু হয়েছিল এই ম্যাচ। তবে এই ম্যাচের আগে সকালের ম্যাচে নেদারল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় এই ম্যাচ গুরুত্বহীন হয়ে পড়ে কারণ দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় ভারত সরাসরি সেমি ফাইনালে উঠে যায়।
https://www.instagram.com/reel/CknkHRyDB4A/?igshid=YmMyMTA2M2Y=
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাটিং করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আউট হয়ে গেলেও কে এল রাহুল এবং সূর্য কুমার যাদবের ব্যাটে ভর করে বড় রান তোলে ভারত। এই দিন এই দুই ব্যাটসম্যানই অর্ধ শতরান করেন। লোকেশ রাহুল ৫১ রান করেন। সূর্যকুমার যাদব করেন ৬১ রান। এই দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে ১৮৬ রান তোলে ভারত।
আজকের ম্যাচে ভারতীয় দলের কাছে ব্যাটিং অনুশীলন করার একটা বড় সুযোগ ছিল। আর সেই কারণে টসে জিতে প্রথমে ব্যাটিং করা সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অন্যান্য ব্যাটসম্যানরা সাফল্য পেলেও চূড়ান্ত ব্যর্থ হলেন অধিনায়ক রোহিত শর্মা। ১৩ বলে মাত্র ১৫ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন তিনি। এবারের বিশ্বকাপে রোহিতের ব্যাট থেকে ফের একটা ব্যর্থ ইনিংস এল।
ভারতের ১৮৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম বলে উইকেট হারায়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারে ফের উইকেট হারায় তারা। পরপর দু ওভারে দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। প্রথম ১০ ওভারের মধ্যেই ৫ উইকেট হারায় জ়িম্বাবোয়ে।
https://www.instagram.com/p/CknjHv3rWYp/?igshid=YmMyMTA2M2Y=
এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারে জ়িম্বাবোয়ে। ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ের সুবাদে মাত্র ১১৫ রানেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ৭১ রানে এই ম্যাচ জিতে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রূপ শীর্ষে থেকে সেমিফাইনালে চলে গেল ভারত। সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। আগামী ১০ই নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারতের এবং ইংল্যান্ড।