সূর্যকুমার হয়ে উঠলেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান, গড়লেন এমন রেকর্ড এর আগে ছিল শুধু দুই ভারতীয় ক্রিকেটারের

সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav), যিনি বর্তমানে ভারতের টি-টোয়েন্টিতে অন্যতম ব্যাটসম্যান। তিনি যে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য একজন বিপজ্জনক ব্যাটসম্যান তা বহুবার প্রমাণ হয়েছে। তার খেলার ধরন আলাদা করে বলার কিছু নাই। সূর্যকে ভারতের ৩৬০ ডিগ্রী খেলোয়াড় বিবেচিত করা হয়। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। আর আজ বাংলাদেশের বিপক্ষে ৩০ রানের ঝড়ো ইনিংস একাধিক রেকর্ড নিজের নামে করেছেন। আসুন দেখে নেয়া যাক এক নজরে।

Suryakumar yadav

এতদিন পর্যন্ত আইসিসির টি-টোয়েন্টি রাঙ্কিংয়ের (ICC T-20 Ranking) এক নম্বর ব্যাটসম্যান ছিলেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ছিলেন দ্বিতীয় স্থানে। আর সূর্য কুমার যাদব ছিলেন তিন নম্বর স্থানে। এখন সবাইকে পিছনে ফেলে তিনি শীর্ষস্থান দখল করেছেন।

 

রিজওয়ানের থেকে একটি রেকর্ডে পিছিয়ে সূর্য:-

ভারতের সূর্য কুমার যাদব বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান, যিনি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। ২০২১ সালে টি-টোয়েন্টিতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম রান করেছিলেন ৯৩৯ রান। বাংলাদেশের বিরুদ্ধে সূর্যর ৩০ রানের ইনিংস বাবরকে পিছনে ফেলে ৯৬৬ রান করেছেন। এখন শুধু তার চেয়ে এগিয়ে আছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। যিনি ২০২১ সালে ১৩২৬ রান করেছিলেন। এটিই বছরের শেষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান।

T-20 best batsman

ভারতের তৃতীয় ব্যাটসম্যান:-

বুধবার প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি রাঙ্কিং সবাইকে পিছনে ফেলে সূর্য এখন এগিয়ে। এই রেকর্ডে তিনি ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তৃতীয়। এর আগে এক নম্বর স্থান অর্জন করেছিলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর ও রান মেশিন বিরাট কোহলি।

 

খুব অল্প সময়ে টি-টোয়েন্টিতে এক নম্বর স্থান দখল:-

সূর্য ২০২১ সালে প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ শুরু করেছিলেন। সেই সফর থেকে মাত্র ১৯ মাসের ব্যবধানে তিনি এক নম্বর ব্যাটসম্যান হয়েছেন। তিনি মাত্র ৩৮ টি ম্যাচের ৩৬ টি ই ইনিংস খেলে ১২০৯ রান করেছেন। যার সর্বোচ্চ রান ১১৭। এখনো পর্যন্ত তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ টি অর্ধশতরান ও ১ টি শতরান করেছেন।