এখানেই থামতে চান না সূর্যকুমার! আফ্রিকার তরুণ ব্যাটারের কাছ থেকে ‘এই নতুন শট’ শিখতে চান মিস্টার ৩৬০°

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SL 3rd T-20 match) দুরন্ত শতরান করেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাকে কেন ভারতের ৩৬০ ডিগ্রী খেলোয়াড় বলা হয় এই মুহূর্তে তাঁর ব্যাটিং স্টাইল দেখে বোঝা যাচ্ছে। গোটা ইনিংসে তাঁর ব্যাটে দেখা গিয়েছে বিভিন্ন ধরনের শট। এমন শট খুব কমই আছে যেটা সূর্যকুমার খেলেনি। কিন্ত এরপরও এক নতুন শট শিখতে চান তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট করা এক ভিডিওতে সূর্য নিজে একথা বলেন।

Suryakumar yadav

সূর্যকুমারকে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) সঙ্গে তুলনা করা হয়। এবি ডি ব্যাটিং ধরণ নিয়ে আলাদা করে বলার কিছু নাই। ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ তকমা প্রথম তাঁর নামেই। কিন্তু সূর্যকুমার এখানেই থেমে থাকতে চান না। আরও একটি নতুন শট শিখতে চান তিনি। আর সেই শট দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) কাছ থেকে। যিনি সূর্যকুমারের সঙ্গেই IPL এর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। আফ্রিকান এই তরুণ ব্যাটারের শটের বৈচিত্রের জন্য ব্রেভিসকে ‘বেবি এবি’ বলে ডাকা হয়।

 

কি সেই শট যা শিখতে চান সূর্যকুমার?

মুম্বই ইন্ডিয়ান্সে শেয়ার করা একটি ভিডিওতে সূর্য জানিয়েছেন, “ব্রেভিসের থেকে ‘নো লুক’ শট শিখতে চান।” এই শট হল, বল মারার পর বল কোন দিকে যাচ্ছে সেই দিকে না তাকানো। নিজের প্রতি গভীর আত্মবিশ্বাস থাকলে তবেই এই শট খেলা সম্ভব। ফুটবলে ‘নো লুক গোল’ অনেক দিন ধরেই দেখে আসছি। অর্থাৎ গোলের দিকে না তাকিয়ে বল মেরে গোল করা। ক্রিকেটেও এই শট দেখাতে চাইছেন সূর্য। সে ব্যাপারে তাঁর সহযোগিতা ব্রেভিস, যিনি এই শটে কিছুটা হলেও পারদর্শী।

 

ভিডিওতে ব্রেভিসের উদ্দেশে সূর্য বলেছেন, “আমি তোমার কাছ থেকে একটা জিনিস শিখতে চাইছি। যে ভাবে তুমি ব্যাট করো আমাকে একটা জিনিস শেখাতে হবে। কী ভাবে ‘নো লুক শট’, ‘নো লুক ছক্কা মারো’? আমি এটা শিখতে চাই তোমার কাছ থেকে।” জবাবে ব্রেভিস বলেন, “আমি তোমায় শিখাবো এটা আমার কাছে দারুন সম্মানের ব্যাপার হবে। আমিও তোমার থেকে নতুন শট শিখতে চাই। তবে ‘নো লুক শটে’র ব্যাপারে ততটা পারদর্শী নয়। কিন্তু মারতে গিয়ে হয়ে যায়।”

আমরা আপনাকে বলি, কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকার এই তরুণ ব্যাটসম্যান টি-টোয়েন্টির একটি ম্যাচে ৫৭ বলে ১৬২ রান করেছিলেন। সেই প্রসঙ্গে সূর্য বলেন, তোমার ৫০-৫৫ বলে ১৬০-১৬৫ রান সত্যিই অসাধারণ। তুমি যদি ৫০ ওভারের ম্যাচে ১০০ বল খেলতে পারলে তুমি বোধহয় ত্রিশতরান করে দেবে।” এরপর হাসতে হাসতে ব্রেভিস বলেন, “আমার কাছে ওই ইনিংস খুব স্বাভাবিক ছিল। আমি জানতামও না সেই মুহূর্তে আমি কী করছি। তবে তুমি যা করেছো সেটা অনেক কিছু। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হওয়ার জন্য অশেষ শুভেচ্ছা।”