রোহিত-বিরাট-গেইলকে পিছনে ফেলে দ্রুততম ব্যাটার হিসেবে T20-তে বিশ্বরেকর্ড সূর্যকুমারের

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে ভারত (India)। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচেই হেরে গিয়েছিল ভারত। তবে তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজের টিকে থাকলো হার্দিক পান্ডিয়ারা। প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটসম্যান সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। তৃতীয় ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতকে ম্যাচ জেতালেন সূর্য।

গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৮৩ রানের মারকাটারি ইনিংস খেলেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। এই ম্যাচে চারটি ছক্কা মেরে একটি দুর্দান্ত রেকর্ড করলেন সূর্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি ছক্কা মারার নজির গড়লেন সূর্য।

তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান এবং বিশ্বের ১৪ তম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কা মারার নজির স্পর্শ করলেন সূর্য। সূর্যের আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি ছক্কা মেরেছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

৪৯ ইনিংসে ৬১ টি ছক্কা মেরে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টিটোয়েন্টি ক্রিকেটে ১০০টি ছক্কা মারার নজির গড়লেন সূর্য কুমার যাদব। এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। তিনি ৪২টি ইনিংসে ব্যাট করে ১০০ ছক্কার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। তবে ভারতীয়দের মধ্যে এই রেকর্ডটি দ্রুততম করলেন সূর্য।

এক নজর দেখে নেওয়া যাক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের সব থেকে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকা:- রোহিত শৰ্মা ১৮২ টি, মার্টিন গাপ্তিল (১৭৩), অ্যারন ফিঞ্চ (১২৫), ক্রিস গেইল (১২৪), পল স্টার্লিং (১২৩), ইয়ন মর্গ্যান (১২০), বিরাট কোহলি (১১৭), জোস বাটলার (১১৩), এভিন লুইস (১১১), কলিন মুনরো (১০৭), গ্লেন ম্যাক্সওয়েল (১০৬), ডেভিড মিলার (১০৬), ডেভিড ওয়ার্নার (১০৫), সূর্যকুমার (১০১), লোকেশ রাহুল (৯৯) ও কায়রন পোলার্ড (৯৯)।