“সূর্যকুমার বিপক্ষ দলের জন্য হুমকি, ও ধ্বংস করে দেয় শক্তিশালী বোলিং আক্রমণ”, পাকিস্তানী কোচ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ব্যাট হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন ভারতের সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। এই বছর অর্থাৎ ২০২২ সালের টি-টোয়েন্টি ফরমেটে সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav) এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী। টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে আইসিসি (ICC) ক্রম তালিকায় সবার শীর্ষে রয়েছেন সূর্য কুমার যাদব। এবার সূর্য কুমার যাদবের প্রশংসায় পঞ্চমুখ হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের কোচ ম্যাথু হেডেন ( Matthew Hayden)।

এবারের টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় মিডল অর্ডার কে ভরসা জোগাচ্ছেন সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে রান না পেলেও তারপর থেকে প্রত্যেক ম্যাচেই রান করে চলেছেন সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। গ্রূপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে 25 বলে 61 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সূর্য। সেই ম্যাচে সূর্যের খেলা বেশ কয়েকটি শট তোলপাড় সৃষ্টি করেছে বিশ্বকাপে।

এইদিন ম্যাথু হেডেন বলেন, ” সূর্য কুমার যাদব খুবই বিপদজনক ব্যাটসম্যান। সূর্য দেখিয়ে দিল টি-টোয়েন্টি ক্রিকেটে সব সময় শক্তি প্রদর্শন করতে হবে এমনটা মানে নেই। ওর হাতে একাধিক বিপদজনক শর্ট রয়েছে যা বিপক্ষ বোলিং আক্রমণকে তছনছ করে দেয়।”

তিনি বলেন, “অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দল গুলি তাদের হার্ড হিটারদের ব্যবহার করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত রান তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু সূর্য কুমার যাদব দেখিয়ে দিল কিভাবে শক্তি প্রদর্শন না করেও নিজের দক্ষতায় কম বলে বেশি রান করে নেওয়া যায়। ওর হাতে একই বলের জন্য একাধিক শর্ট রয়েছে। যা ওকে অন্যান্যদের থেকে আলাদা করেছে।”

এবারের বিশ্বকাপে গ্রূপ পর্ব থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও নিজের দেশের প্রশংসা করেছেন ম্যাথু হেডেন। তিনি বলেন, ” এবারের বিশ্বকাপে শুরুতে উইকেট বাঁচাতে গিয়ে অনেক দলকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। জয়ের খুব কাছাকাছি গিয়েও অনেক দল হেরে গিয়েছে। তবে অস্ট্রেলিয়া সবার থেকে আলাদা। নতুন বল খেলতে তাদের কোন অসুবিধা হয় না। ওরা শুরু থেকেই রান তুলতে পারে।”