২৮ শে আগস্ট এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এই দুর্দান্ত ম্যাচ নিয়ে সবারই কৌতুহল চরমে এবারও ভারতীয় দলে (Indian Cricket Team) রয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো দিগ্গজ ব্যাটসম্যানরা। বিরাটের পারফরম্যান্স অনেকদিন ধরে খারাপ যাওয়ায় অনেকের আশা এশিয়া কাপে কোহলি কে আবার নতুন ভাবে ফিরে পাওয়া যাবে। তার হাত ধরে দেখা যাবে সেঞ্চুরি।
তবে এই বিষয়ে পাকিস্তানি প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম বড়ো মন্তব্য করেছেন। তার মতে বিরাট বা রোহিত নয় বরং সূর্য কুমার যাদব পাকিস্তানের জন্য সবথেকে বিপদজনক ব্যাটসম্যান হিসাবে প্রমাণিত হবেন। আক্রম এই ম্যাচের নিয়ে পর্যালোচনা করতে গিয়ে বলেন।
ভারতীয় দলে রোহিত শর্মা, কে এল রাহুল ও বিরাট কোহলির মতো কিংবদন্তি ব্যাটসম্যানরা রয়েছেন। তবে তার কাছে সবচেয়ে চিন্তার বিষয় হলো সূর্য কুমার যাদব। তার দৃষ্টিতে এখনকার সবথেকে বিপদজনক ব্যাটসম্যান হল সূর্য কুমার যাদব। যার কাছে ৩৬০ শট মারার ক্ষমতা রয়েছে। যেকোনো বল কে কিভাবে ছন্দে খেলতে হয় খুব ভালো করে জানে সূর্যকুমার যাদব।
আক্রম বলেছেন তিনি বিনা যুক্তিতে এসব কথা বলছেন না। তার কাছে যে পরিসংখ্যান রয়েছে সেই ভিত্তিতেই এমন দাবি। এখনো অব্দি সূর্য কুমার ৩০ টি-টোয়েন্টি ম্যাচে ৩৭.৩৩ গড়ে ৫ টি হাফ সেঞ্চুরি করেছেন। ৩০টি ম্যাচে তার মোট রান সংখ্যা ৬৭২।
বর্তমান স্টাইক রেট সম্বন্ধে বলতে গেলে বিশ্বের তাবড় প্লেয়ারদেরও পিছনে ফেলেছেন যাদব। টি-টোয়েন্টিতে ২০২০ সাল থেকে তার গড় স্ট্রাইক রেট ১৬০ ও উপরে। এখনো অব্দি বিশ্বের কোন ব্যাটসম্যান এই রেকর্ড এতদিন ধরে রাখতে পারেননি। এই পরিসংখ্যানি পাকিস্তানি বোলারদের কাছে সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন ওয়াসিম আক্রম।
২০২০ সাল থেকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্ট্রাইক রেট:-
সূর্যকুমার যাদব – ১৭৫
মঈন আলী – ১৫৯
এভিন লুইস – ১৫৯
এইডেন মার্করাম – ১৫৪
কাইরান পোলার্ড – ১৪৯
গ্লেন ফিলিপস – ১৪৯
২০২২ সালে সূর্যকুমার যাদবের স্ট্রাইক রেট যেকোনো বড়ো বোলার দের কাছে চ্যালেঞ্জ হয়ে ছুটে আসতে পারে। তিনি এই বছর ১২ টি-টোয়েন্টি ম্যাচে ১৮৯.৩৮ এর বিস্ময়কর স্ট্রাইক রেটে ৪২৮ রান করেছেন।