এশিয়া কাপ টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে হংকং এর সাথে প্রতিযোগিতায় সূর্য কুমার যাদব ২৬ বলে ৬৮ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেয় আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত সূর্য কুমার যাদব বিভিন্ন ইনিংসে ভারতের জন্য বিভিন্ন পজিশনে ব্যাট করেছেন। এবং সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন টি-টোয়েন্টি খেলায় তিনি যে কোন পজিশনে ব্যাট করতে প্রস্তুত। তাকে শুধু খেলতে দেওয়া হোক। সূর্য কুমার যাদবের এই বিধ্বংসী ইনিংস ভারতকে সুপার ফোর এ জায়গা করে দেয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এশিয়া কাপে সূর্য কুমার যাদব কে দুটি ম্যাচে চার নম্বর পজিশনে ব্যাট করতে দেখা গেছে। এবং এই পজিশনে নেমে তিনি হংকং এর বিরুদ্ধে বিভিন্ন রকম শর্ট খেলেছেন। তার মধ্যে রয়েছে তার ছটি ছয় এবং ছয়টি চার। খেলার পর প্রেস কনফারেন্স করে তিনি বলেন
‘ আপনি আমাকে যে নম্বরে বলুন না আমি সেই নম্বরে ব্যাট করতে রাজি। আমি সব রকম পজিশনে ব্যাট করতে পারি। আমি কোচ এবং অধিনায়ক কে বলেছি আমাকে যে কোন নাম্বারে ব্যাট করতে পাঠাতে’। আমি চাই শুধু তারা আমাকে খেলাক।
সহ অধিনায়ক কে এল রাহুল ইনজুরি কাটিয়ে মাঠে প্রত্যাবর্তন করেছে। কিন্তু তার পারফরমেন্সে এখনো কোনো উন্নতি দেখা যায়নি। এশিয়া কাপে ওপেনার হিসেবে তিনি প্রায় অসফল। এখনো অবদি হংকংয়ের বিরুদ্ধে তিনি মাত্র ৩৯ বলে ৩৬ রান করেছেন। সূর্য কুমার যাদব কে সাংবাদিক জিজ্ঞাসা করে তাকে রহিত সাথে ওপেনিং করতে দেখা যাবে কিনা। এর উত্তর দিয়ে তিনি বলেন আপনারা কি ভাবছেন তাহলে আমাদের ভাই কে এল রাহুলকে খেলানো উচিত নয়?
সূর্য কুমার যাদব কেএল রাহুল প্রসঙ্গে বলেন ‘ রাহুল কিছুদিন আগে ইনজুরি থেকে ফিরেছে। তার একটু সময় দরকার। এবং আমাদের কাছে অনেক সময় আছে। এইসব পরীক্ষা-নিরীক্ষা চলতেই থাকবে। কেউ আসবে কেউ যাবে এগুলো খুবই সাধারণ ব্যাপার। তাই আমরা সব দিক দিয়েই চেষ্টা করে যাচ্ছি’।