বিশ্বকাপের আগে টি-২০ র‍্যাঙ্কিংয়ে বাবর-রিজওয়ানকে চাপে ফেলে দিল সূর্যকুমার, লক্ষ্য শীর্ষস্থান

আর কয়েকদিন পরে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World cup)। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরো একটা লড়াই শুরু হয়েছে সেটা হল টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান দখল করবে কে? টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান দখল নিয়ে এই মুহূর্তে একটি ত্রিমুখী লড়াই চলছে। আর এই লড়াইয়ে রয়েছেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ান (Mahammad Rizwan) এবং ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)।

দীর্ঘ কয়েক মাস ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থান দখল করে বসেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। সম্প্রতি তার ফর্ম কিছুটা খারাপ হওয়ায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে তারই সতীর্থ তথা পাক ওপেনার মহম্মদ রিজুওয়ান (Mahammad Rizwan)। এই মুহূর্তে টি-টোয়েন্টি তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাবর আজম। দ্বিতীয় স্থানে ঢুকে পড়েছেন ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)।

শেষ ছয় মাসে টি-টোয়েন্টি ক্রিকেটের এক অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান হয়ে উঠেছেন সূর্য কুমার যাদব। প্রায় প্রত্যেক ম্যাচেই ঝুড়ি ঝুড়ি রান করছেন তিনি। শুধু রানই করছেন না সেই সঙ্গে তার স্ট্রাইক রেটও যথেষ্ট নজর কাড়া। আর যার জেরে অল্প কয়েক দিনের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এ তার ব্যাপক উন্নতি ঘটেছে। আর সূর্য কুমার যাদবের এই উন্নতি এই মুহূর্তে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের কাছে।

এই প্রসঙ্গে বাবর আজম বলেছেন, ” সব সময় দলের জন্য খেলি। দলকে জেতাতে পারলে সব থেকে বেশি আনন্দ পায়। তবে র‍্যাঙ্কিং এ শীর্ষস্থান দখল করা প্রত্যেক ব্যাটসম্যানের কাছে একটা স্বপ্নের মত। এতে মনোবল অনেকটাই বাড়ে।”

এই প্রসঙ্গে রিজওয়ান বলেছেন, ” সূর্য কুমার যাদব দারুণ প্লেয়ার। ও যেভাবে খেলছে দেখে ভালো লাগে। তবে আমি কখনই শীর্ষস্থান দখল করার জন্য খেলি না, দলের যেটা প্রয়োজন সেটাই করি।”