গত এক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav) অনবদ্য ক্রিকেট খেলছেন। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরমেটে সূর্য যে ধরনের ক্রিকেট খেলছেন সেই ক্রিকেট খেলা বহু ব্যাটসম্যান এর কাছে কার্যত স্বপ্ন। এই মুহূর্তে বিশ্বের সেরা টিটোয়েন্টি ব্যাটসম্যান সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। আইসিসি র্যাঙ্কিংয়ও তাই বলছে। বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করে মহম্মদ রিজওয়ান (Mahammad Rizwan), বাবর আজমকে (Babar Azam) টপকে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে গিয়েছিলেন সূর্য কুমার যাদব। ফের একবার আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষেই থেকে গেলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরমেন্স করার পর সদ্য সমাপ্ত ইংল্যান্ড বনাম ভারত টিটোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করলেন সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১১১ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি।
এই নিয়ে একই বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল সূর্য কুমার যাদবের (Surya Kumar Yadav)। যার জেরে ফের একবার আইসিসি টিটোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষেই থেকে গেলেন সূর্য।
বর্তমানে আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সবার শীর্ষ রয়েছেন ভারতের সূর্য কুমার যাদব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলে ৮৯৫ রেটিং পয়েন্টে পৌঁছে গিয়েছিলেন সূর্য, যেটা তার ক্যারিয়ারের এখনো পর্যন্ত সর্বোচ্চ। কিন্তু তৃতীয় ম্যাচে ১৩ রানে আউট হয়ে যাওয়ার কারণে তার রেটিং পয়েন্ট পাঁচ কমে বর্তমানে তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৮৯০।
৮৩৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন পাক ওপেনার মহম্মদ রিজওয়ান। বাবর আজমকে টপকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটার ডেভন কনওয়ে। নিউজিল্যান্ড এর বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজে না খেলার কারণে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে ভারতের বিরাট কোহলি, কে এল রাহুল এবং রোহিত শর্মার। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে ১৩ নম্বরে রয়েছেন বিরাট কোহলি, ১৯ নম্বরের রয়েছেন কে এল রাহুল এবং ২১ নম্বর রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।