সূর্যকুমার যাদবের জন্য ধ্বংস হতে চলেছে ভারতের এই তিন তারকার কেরিয়ার

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বড় সম্পদ সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। এই ভারতীয় ব্যাটসম্যান এই মুহূর্তে যে ক্রিকেট খেলছে তা এক কথায় অসাধারণ। সূর্য কুমার যাদবের হাতে রয়েছে এমন বেশ কিছু শট যা অন্যান্য ক্রিকেটাররা মারার স্বপ্নও দেখতে পারেন না।

শেষ কয়েক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav) যে ক্রিকেট খেলছে তা এক কথায় অসাধারণ। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ফরমেটে দুটি সেঞ্চুরি করে ফেলেছেন সূর্য। আর দুটি সেঞ্চুরিই করেছেন বিদেশের মাটিতে। সূর্য কুমারের এই দুর্দান্ত পারফরম্যান্স এর জন্য ভারতীয় ক্রিকেটে তিন তারকার ক্যারিয়ার প্রায় ধ্বংসের মুখে।

১) রাহুল ত্রিপাঠি:- দীর্ঘ কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করছেন মহারাষ্ট্রের এই ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। বেশ কয়েকবার ভারতীয় দলে সুযোগও পেয়েছেন তিনি। তবে এখনো পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তার অভিষেক হয়নি। রাহুল ত্রিপাঠি মূলত একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান। আর তাই বর্তমানে সূর্য কুমার যাদব এর পরিবর্তে তার ভারতীয় দলের সুযোগ পাওয়া বেশ কঠিন।

২) সঞ্জু স্যামসন:- বিগত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করছেন ভারতের এই তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভারতের জাতীয় দলে বেশ কয়েকবার সুযোগ পেলেও সেটা নিয়মিত হয়নি। যার কারণ ভারতের প্রথম থেকে ৭ নম্বর পজিশন পর্যন্ত কেউ না কেউ ধারাবাহিক ব্যাটসম্যান রয়েই গিয়েছে। শুধুমাত্র চার নম্বর পজিশনে একজন ব্যাটসম্যানের দরকার ছিল। সেখানে সঞ্জুর খেলার সম্ভাবনা থাকলেও বর্তমানে সেই জায়গায় ঝাঁকিয়ে বসেছেন সূর্য কুমার যাদব।

৩) শ্রেয়াস আইয়ার:- দীর্ঘ কয়েক বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। জাতীয় দলের হয়ে আইয়ারের পারফরমেন্স খুবই ভালো। অনেকেই বিরাট কোহলির যোগ্য উত্তরসূরী হিসেবে শ্রেয়াস আইআরকে দেখতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করে সূর্য কুমার যাদবের এমন দুর্দান্ত পারফরমেন্সের চাপে ঢাকা পড়ে যাচ্ছে শ্রেয়াস আইয়ার। দুজনেই চার নম্বর পজিশনের ব্যাটসম্যান হওয়ার কারণে বর্তমানে ভারতীয় দলে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে শ্রেয়াস আইয়ারের।