ডব্লুটিসি (WTC) র ম্যাচ শেষ হতেই ওয়েস্ট ইণ্ডিজ সফরে আবারো হতাশজনক ফল দিলেন শুভমান গিল, যা নিয়ে ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) র দিকে প্রশ্ন তুলছে ক্রিকেট ভক্তরা। ডমিনিকায় চলা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে তিনি সেভাবে কোনো রেকর্ড করতে না পারায় ক্রমেই অনিশ্চিত হচ্ছে তাঁর ক্রিকেট ভবিষ্যৎ। চলতি বছরের ডব্লুটিসিতে ভারতের হারের পরই অনেক ক্রিকেট ভক্তই এই তরুণ ক্রিকেটারের ফর্ম নিয়ে প্রশ্ন তোলেন।
এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ঠাই পেতেই একটু হলেও আশার আলো ছিলো ক্রিকেট প্রেমীদের। তারা ভেবেছিলেন এই ম্যাচে অন্তত তিনি কোনো ভুল ত্রুটি করবেন না। কিন্তু এই ম্যাচে তিন নম্বরে খেলার সিদ্ধান্তই চরম ভুল হল শুভমান গিলের। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে নামার আগে তিনি বলেছিলেন, “ভারত এ দলের হয়ে আমি তিন এবং চার নম্বরে ব্যাট করতাম।
আমি ওই জায়গাতেই ব্যাট করতে চাই। ওপেনার হিসাবে নতুন বলে খেলার অভ্যেস রয়েছে। সেটা তিন নম্বরে ব্যাট করার সময় কাজে লাগবে। ওপেনিং এবং তিন নম্বরে ব্যাট করা এক নয় জানি, তবে খুব একটা আলাদাও নয়।” সেই জায়গায় দাঁড়িয়ে তাঁকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে যশস্বী জয়সওয়াল। বলা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ সফরে অভিষেকের পর তাঁর নয়া রেকর্ড আচ্ছা আচ্ছা ক্রিকেট তারকার নাম ভুলিয়ে ছেড়েছে। যশস্বী প্রথম টেস্টে যে রেকর্ড গড়েছেন, তার জন্য ইতিমধ্যেই তিনি সেরার সেরা খেতাব জিতে নিয়েছেন।
২১ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের কঠিন পিচে ১৭১ রানের ইনিংস খেলে দলকে বড় স্কোরে পৌঁছাতে সাহায্য করেছেন। যার জেরেই ভারতীয় দল ক্রমেই যশস্বী কেন্দ্রিক হয়ে পড়ছে। কিন্তু সেই জায়গায় শুভমান গিল যে পদ্ধতিতে খেলছে তা কতদিন বিসিসিআই (BCCI) তরফেও গ্রাহ্য হবে সেটাও দেখার বিষয়।