ঘোষিত হল এশিয়া কাপের সম্পূর্ণ সূচি, শুরুতেই ভারত-পাকিস্তান মহাযুদ্ধ

এই মুহূর্তে ক্রিকেটের যে সমস্ত টুর্নামেন্ট গুলি অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে সবথেকে বিতর্কিত টুর্নামেন্ট হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। এই এশিয়া কাপ নিয়ে দীর্ঘদিন ধরে বাকযুদ্ধ চলছে ভারত (India) এবং পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ডের মধ্যে। এই বছর এশিয়া কাপ (Asia Cup) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে কিন্তু কয়েক মাস আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দল কোন অবস্থাতেই পাকিস্তানে এশিয়া কাপ (Asia Cup) খেলতে যাবে না। অর্থাৎ এশিয়া কাপ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ায় বার্তা দিয়েছিলেন জয় শাহ (Jay Shah)।

Asia Cup

জয় শাহের মন্তব্যের পর পাকিস্তান থেকে এশিয়া কাপ (Asia Cup) সরে যাওয়ার কথা শুরু হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে নানা রকম হুমকি দেওয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় এশিয়া কাপ পাকিস্তানেই অনুষ্ঠিত করতে হবে। না হলে পাকিস্তান এশিয়া কাপ খেলবে না। এছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) তরফে জানানো হয়েছিল ভারত যদি পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসে তাহলে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

আরও পড়ুন:- বিশ্বকাপ নিয়ে ঝামেলা বাঁধলো BCCI ও CAB-র, পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ সৌরভের

অবশেষে সমস্ত টালবাহানা পর আয়োজিত হচ্ছে এবারের এশিয়া কাপ (Asia Cup)। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। অর্থাৎ এশিয়া কাপের চারটি ম্যাচ হবে পাকিস্তানে এবং বাকি ম্যাচগুলি হবে শ্রীলংকার মাটিতে। ভারত তাদের সমস্ত ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

আরও পড়ুন:- দ্বিতীয় টেস্টে কি অভিষেক হবে মুকেশ-রুতুরাজের, স্পষ্ট জানালেন রোহিত শর্মা

এরই মধ্যে ঘোষিত হল এশিয়া কাপের সম্পূর্ণ সূচি। বুধবার এশিয়া কাপের সূচি ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তথা এশিয়া ক্রিকেট কাউন্সিলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জয় শাহ। এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ শে জুন এবং ফাইনাল ম্যাচটি হবে ১৭ ই সেপ্টেম্বর।

পাকিস্তানের মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট দল এবং নেপাল। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ভারত এশিয়া কাপ অভিযানের নামছে ২ই সেপ্টেম্বর, শ্রীলঙ্কার ক্যান্ডিতে। এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। ভারত নেপালের বিরুদ্ধে খেলবে ৪ সেপ্টেম্বর খেলবে।

দুটি গ্রুপ থেকে মোট চারটি দল এশিয়া কাপের সুপার ফোরে উঠবে। গতবার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরমেটে হলেও ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানডে ফরমেটে। এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে।