ওডিআই বিশ্বকাপ (ODI World Cup-2023) এই বছরের ৫ই অক্টোবর থেকে ভারতে আয়োজিত হতে চলেছে। এই আইসিসি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। ওয়ানডে ফরম্যাটে দুই বছর পর দলে ফিরেছেন শক্তিশালী এই পেসার। আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল সম্প্রতি ঘোষণা করেছে আফগানিস্তান। দলে ফিরেছেন ফাস্ট বোলার ‘নবীন উল হক’। দীর্ঘ দুই বছর পর প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নবীন উল হক।
২০২১ সালের জানুয়ারিতে তিনি শেষ একটি ওডিআই আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তিনি ৭টি ওয়ানডেতে ১৪ উইকেট নিয়েছেন, যার মধ্যে তার সেরা পারফরম্যান্স ছিল ৪২ রানে ৪ উইকেট নেওয়া। বিশ্বকাপে আফগানিস্তান দলকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার ব্যাটসম্যান হাশমতুল্লাহ শাহিদি। নবীন উল হক ছাড়াও ফাস্ট বোলিং আক্রমণে ফজলহক ফারুকী, আবদুল রেহমান এবং আজমতুল্লাহ ওমরজাই রয়েছেন।
রশিদ খান স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন এবং তাকে সমর্থন করবেন মোহাম্মদ নবী, মুজিব উর রহমান এবং নূর আহমেদ। ব্যাটিংয়ে টপ অর্ডারে থাকবেন রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান ও রহমত শাহ, এবং মিডল অর্ডারে থাকবেন অধিনায়ক শাহিদি ও নাজিবুল্লাহ জাদরান। বিশ্বকাপ দলে জায়গা পাননি করিম জানাত, মোহাম্মদ সেলিম, শরফুদ্দিন আশরাফ ও সুলেমান সাফি।
আফগানিস্তান দলের ঘোষিত খেলোয়াড়ের তালিকা: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), আজমাতুল্লাহ উমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, ফজলহক ফারুকী, আবদুল রেহমান এবং নবীন উল হক।