আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের মহতারকা, বিশ্বকাপের আগে সমস্যায় ইংল্যান্ড

ইংল্যান্ড দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অ্যালেক্স হেলস (Alex Hales)। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তিনি ছিলেন ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান কিন্তু হঠাৎ করে মাত্র ৩৪ বছর বয়সে এসে ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালেক্স হেলস (Alex Hales)।

Alex Hales Retirement

ইংল্যান্ডের জার্সি গায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন অ্যালেক্স হেলস (Alex Hales)। ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। কিন্তু গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট এবং বিভিন্ন দেশের লিগে খেলা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালেক্স হেলস (Alex Hales)।

আরও পড়ুন:- বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার, দেখুন কারা জায়গা পেল

শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে হেলস জানিয়েছেন, “দেশের হয়ে ১৫৬টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে গর্বের। এমন কিছু বন্ধু পেয়েছি যারা সারা জীবন আমার সঙ্গে থাকবে। আমার মনে হয় এটাই সেরা সময় অবসর নেওয়ার।”

আরও পড়ুন:- ১০ বছর ICC ট্রফি জয়ের খরা কাটিয়ে বিশ্বকাপ জিততে চান ভারতের এই তরুণ ক্রিকেটার

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেছেন হেলস। তিনি বলেন, “ইংল্যান্ডের জার্সিতে যেমন সাফল্য পেয়েছি, তেমন অনেক খারাপ সময়ও কাটিয়েছি। আমি একটা ব্যাপার মনে রেখে দেব যে, ইংল্যান্ডের হয়ে আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল। সেটা আমরা জিতেছিলাম।”

Alex Hales Batting

এই মুহূর্তে বিভিন্ন দেশ নিজেদের দেশে টি-টোয়েন্টি শুরু করেছে। আর এই সমস্ত লীগের জন্যই আন্তর্জাতিক ক্রিকেটে সমস্যা হচ্ছে বলে জানাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি নির্দিষ্ট কিছু ক্রিকেটারকে সারা বছরের জন্য নিজেদের দলে রেখে দিতে চাই, সে ক্ষেত্রে তাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে সমস্যা হচ্ছে। সেই কারণেই ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছে।