ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচেই বাজিমাত ভারতের! জানুন ডব্লুটিসির পয়েন্টের তালিকায় কতোটা এগালো ভারত…

ওয়েস্ট ইন্ডিজ ( West Indies) সফরে প্রথম টেস্ট জিতেই ডব্লুটিসি (WTC) র কাউন্টডাউনে ঢুকে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই জায়গায় পয়েন্টের নিরিখে এখন সবথেকে এগিয়ে আছে ভারতের দল। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত যেভাবে বিপক্ষ দলকে মাত করেছে তাতে অচিরেই ক্রিকেট ভক্তদের উন্মাদনা এক ধাপ বেড়ে গিয়েছে। আর এর সাথেই ডব্লুটিসি (WTC) র  দামামাও বেজে গিয়েছে।

আরো পড়ুনঃ আয়ারল্যান্ড সফরে বাদ বিরাট-রোহিত, আইপিএল কাঁপানো ছয় খেলোয়াড় পাচ্ছেন জায়গা

ওয়েস্ট ইন্ডিজের একটি ম্যাচ জিতে ভারত পেয়েছে বারো পয়েন্ট। জয়ের শতাংশের বিচারে ১০০ পয়েন্ট রয়েছে। ভারতের পরেই আছে অস্ট্রেলিয়া, কারন কিছুদিন আগেই অস্ট্রেলিয়া অ্যাশেজ খেলেছে। এই সিরিজে শুরু থেকেই ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ফর্ম রেখেছে এই দল। তবে বর্তমানে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬১.১১। ম্যাচে কিছু গণ্ডগোল থাকার কারণে তাঁদের পয়েন্ট একটু হলেও নীচের দিকে আছে। পরে অর্থাৎ তৃতীয় নম্বরে আছে ইংল্যান্ড। ইংলিশ দলের পয়েন্ট ২৭.৭৮।

India team

অ্যাশেজ সিরিজে এই দুই দলের যে কোন্দল পেকেছিলো সে কথাও কারো অজানা নয়। বাজবল এফেক্ট দেখিয়ে শত চেষ্টার পরেও ক্যাঙ্গারু দলকে পেছনে ফেলতে বেগ পেতে হয়েছিলো ইংল্যান্ডকে। তবে মন্থরগতির ওভার রেটের কারণে দুই পয়েন্ট কাটা গিয়েছে ইংল্যান্ড দলের।  প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ সফরে একাই গুরুত্বপূর্ণ লিড নিয়ে রেকর্ড গড়েছেন ভারতের অন্যতম খুদে ক্রিকেটার যশস্বী জয়সওয়াল।

আরো পড়ুনঃ উনিশতম এশিয়ান গেমসে অংশ নেবে ভারত! শিখর ধাওয়ান নয় বরং টিম ইন্ডিয়ার অধিনায়কত্বে থাকছেন এই ক্রিকেটার

২১ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান একটি কঠিন পিচে ১৭১ রানের ইনিংস খেলে দলকে বড় স্কোরে পৌঁছাতে সাহায্য করেন। ভারতীয় দলকে প্রথম টেস্টেই দারুণ ফর্ম দেখিয়ে জিতে ফেলেছেন সেরার সেরা খেতাব।  অন্যদিকে তাঁর সাথে জুটি বেঁধে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন রোহিত শর্মাও।  এছাড়াও রবীন্দ্র জাদেজাসহ আরো অনেকেই এই ম্যাচে ভালো খেলার চেষ্টা চালিয়েছেন, এবার অপেক্ষা সামনের ম্যাচের।